Saturday, March 14, 2015

নতুন রাজধানীর ঘোষণা মিশরের:Time News

নতুন রাজধানীর ঘোষণা মিশরের আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ১৪ মার্চ, ২০১৫ ১১:০০:২৭ মিশরের রাজধানী কায়রোর পাশেই নতুন একটি রাজধানী প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। জনসংখ্যার অত্যাধিক চাপ ও পরিবেশ দূষণ ঠেকাতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। খবর বিবিসির। দেশটির গৃহায়ণমন্ত্রী মোস্তফা মাদবোওলি জানান, নতুন রাজধানী নির্মাণ প্রকল্পে ৪৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে। এর কাজ সম্পন্ন করতে ৫ থেকে ৭ বছর সময়
লেগে যেতে পারে। আগামী ৪০ বছরে মধ্যে কায়রোর ওপর জনসংখ্যার চাপ, যানজট ও পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে এই পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে জনবসতিপূর্ণ বিনোদন কেন্দ্র শারম আল-শেখকে আরো উন্নতি ও দর্শনীয় করতে তুলতে কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ১২ বিলিয়ন ডলার সাহায্য ও বিনিয়োগ করবে। মন্ত্রী বলেন, ‘মিশরের পার্লামেন্ট ও সরকারি ভবন এবং মন্ত্রণালয়গুলোর পাশাপাশি বিদেশি দূতবাসগুলো নতুন রাজধানীতে স্থানান্তর করা হবে।’ আবাসন ব্যবসায়ীরা বলেন, নতুন রাজধানীর নাম এখনো প্রকাশ করা হয়নি। দুই হাজার স্কুল ও আরো ছয় শত স্বাস্থ্য বিভাগ থাকবে সেখানে। এ প্রকল্প দশ লাখের বেশি লোকের কমসংস্থানের ব্যবস্থা করবে। সাত শ বর্গ কিলোমিটার বিশিষ্ট নতুন শহরটিতে ৫০ লাখের মতো মানুষ বসবাস করতে পারবে। শহরটি কায়রো ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করবে। ইআর    


No comments:

Post a Comment