
বিশ্বকাপ ২০১৫ শেষে বুধবার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মুস্তফা কামাল। বেলা সাড়ে ১২টায় থাই এয়ারলাইন্সের টিজি-৩২১ ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন আইসিসি সভাপতি। কারণ হিসেবে তিনি বলেন, যারা অসংবিধানিক কাজ করতে পারেন তাদের সঙ্গে আমার কাজ করা সম্ভব নয়। আইসিসি সভাপতি ছাড়া কেউ ট্রফি তুলে দিলে তা হবে সংবিধান পরিপন্থী। আপনারা সংবিধান পরিপন্থী কাজ করবেন না। মুস্তফা কামাল বলেন, আমাদের অধিকার কেড়ে নেয়া হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করেছি এর বিচার যেন আমরা পাই। তিনি আরো বলেন, ক্রিকেট একটি গৌরবময় খেলা। এর একটি আইন রয়েছে। সেখানে একজন প্রেসিডেন্টের কী দায়িত্ব তাও বলা রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেয়ার কথা আমার। কিন্তু কেন তা পারলাম না তা সবাই জানেন। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে খেলাটা হয়েছিল তা নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। এআর
No comments:
Post a Comment