Thursday, March 19, 2015

তবুও উইকেট পেল টাইগাররা:Time News

তবুও উইকেট পেল টাইগাররা স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১৯ মার্চ, ২০১৫ ১৪:০৯:৪৮ আগের কথাই ছিল, বাংলাদেশের বিপক্ষে আইসিসি। সেটা আবারও প্রমাণিত। বার বার বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত নিল আম্পায়াররা। তবে এরপরও উইকেট পেল টাইগাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৭ রান সংগ্রহ করেছে ভারত। ক্রিজে আছেন রোহিত (১০৫) এদিন মাশরাফির উদ্বোধনী ওভারের প্রথম বল চার দিয়ে রানের খাতা খোলে ভ
ারত। তারপর ধীরে ধীরে এগিয়ে চলতে শুরু করে তারা। অবশ্য মাশরাফির বলে স্লিপে ক্যাচ উঠলেও অল্পের জন্য সেটি হাতে নাগালের বাইরে চলে যায়। পরে নাসির হোসাইনের বলে তার হাতে ফিরতি ক্যাচ আসলেও তা ফসকে যায়। রান আউটের চেষ্টা করেও ব্যর্থ বাংলাদেশ। ১৭তম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন মাশরাফি। নিজের প্রথম ওভারেই নেতার মান রাখলেন তিনি। তৃতীয় বলে শিখর ধাওয়ানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। বেশ ভালোভাবেই স্টাম্পিং করে ধাওয়ানকে বিদায় করে দেন মুশফিক। ১৮তম ওভারের পঞ্চম বলে কোহলিকে (৩) বিদায় করে দেন রুবেল হোসাইন। এবার ক্যাচ ধরেন মুশফিক। তাসকিকের বলে বিদায় নেন রাহানে। পরে দুটি বিতর্কিত সিদ্ধান্তে উইকেট বঞ্চিত হয় বিশ্বের টাইগাররা। অবশেষে মাশরাফির বলে রায়না ক্যাচ আউট হয়। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক ধোনি। জেডআই


No comments:

Post a Comment