্প পুড়ে যাওয়ার আশংকা করছেন পাম্প মালিকরা। ইতোমধ্যে সাঘাটা উপজেলায় বেশ কিছু পাম্প পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার বড়াইকান্দি গ্রামের মকবুল হোসেন জানান, গত সপ্তাহে তার ৫ হর্সের একটি পাম্প বিদ্যুতের ঘনঘন লোড শেডিংয়ের কারণে সম্পূর্ণ পুড়ে গেছে। মটরের মেকানিস ইউনুস আলী চুন্ন জানান, শুধুমাত্র পদুমশহর গ্রমেই গত দুই দিনে ৫টি পাম্প পুড়ে গেছে। তিনি আরো জানান, বিদ্যুতের অব্যাহত লোড শেডিংয়ের কারণে প্রতিদিন বিভিন্ন এলাকায় পাম্প পোড়ার খবর আসছে। অপরদিকে বিদ্যুতের লোডশেডিংয়ে জন জীবনেও ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের বিদ্যুৎ বিহীন রাতের অন্ধকারে পড়াশুনায় চরম ব্যাঘাত ঘটছে। এআর
Thursday, March 19, 2015
বাড়ছে লোডশেডিং, পুড়ছে সেচ পাম্প:Time News
বাড়ছে লোডশেডিং, পুড়ছে সেচ পাম্প গাইবান্ধা করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৯ মার্চ, ২০১৫ ১২:৩১:৪৫ গাইবান্ধার সাঘাটা উপজেলায় দিন-রাত ২৪ ঘণ্টায় বিদ্যুৎ থাকে মাত্র ৫ ঘণ্টা। প্রতিদিন বিদ্যুৎ বিহীন বাকি সময়ে সেচ পাম্প, মিল, কলকারখানাসহ বিদ্যুৎ নির্ভর প্রতিষ্ঠান সমূহে অচলাবস্থা বিরাজ করছে। সব চেয়ে বিপাকে পড়েছে কৃষকরা। সময় মত সেচ দিতে না পারায় আবাদ হুমকির মুখে পড়েছে। অন্যদিকে ঘনঘন বিদ্যুৎ যাওয়া আসা করায় পাম
্প পুড়ে যাওয়ার আশংকা করছেন পাম্প মালিকরা। ইতোমধ্যে সাঘাটা উপজেলায় বেশ কিছু পাম্প পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার বড়াইকান্দি গ্রামের মকবুল হোসেন জানান, গত সপ্তাহে তার ৫ হর্সের একটি পাম্প বিদ্যুতের ঘনঘন লোড শেডিংয়ের কারণে সম্পূর্ণ পুড়ে গেছে। মটরের মেকানিস ইউনুস আলী চুন্ন জানান, শুধুমাত্র পদুমশহর গ্রমেই গত দুই দিনে ৫টি পাম্প পুড়ে গেছে। তিনি আরো জানান, বিদ্যুতের অব্যাহত লোড শেডিংয়ের কারণে প্রতিদিন বিভিন্ন এলাকায় পাম্প পোড়ার খবর আসছে। অপরদিকে বিদ্যুতের লোডশেডিংয়ে জন জীবনেও ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের বিদ্যুৎ বিহীন রাতের অন্ধকারে পড়াশুনায় চরম ব্যাঘাত ঘটছে। এআর
্প পুড়ে যাওয়ার আশংকা করছেন পাম্প মালিকরা। ইতোমধ্যে সাঘাটা উপজেলায় বেশ কিছু পাম্প পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার বড়াইকান্দি গ্রামের মকবুল হোসেন জানান, গত সপ্তাহে তার ৫ হর্সের একটি পাম্প বিদ্যুতের ঘনঘন লোড শেডিংয়ের কারণে সম্পূর্ণ পুড়ে গেছে। মটরের মেকানিস ইউনুস আলী চুন্ন জানান, শুধুমাত্র পদুমশহর গ্রমেই গত দুই দিনে ৫টি পাম্প পুড়ে গেছে। তিনি আরো জানান, বিদ্যুতের অব্যাহত লোড শেডিংয়ের কারণে প্রতিদিন বিভিন্ন এলাকায় পাম্প পোড়ার খবর আসছে। অপরদিকে বিদ্যুতের লোডশেডিংয়ে জন জীবনেও ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের বিদ্যুৎ বিহীন রাতের অন্ধকারে পড়াশুনায় চরম ব্যাঘাত ঘটছে। এআর
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment