Thursday, March 19, 2015

সিটি নির্বাচন বিষয়ে বিএনপির সিদ্ধান্ত হয়নি:Time News

সিটি নির্বাচন বিষয়ে বিএনপির সিদ্ধান্ত হয়নি স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৯ মার্চ, ২০১৫ ১০:১৬:৪৪ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার রাত পৌনে ১০টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা জা
নান। একইসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় চলমান আন্দোলন অব্যাহত থাকবে। সভাপতি মাহবুব হোসেন বলেন, ‘সুপ্রীম কোর্ট বারের নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থীদের পরাজয়ে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচনে আমাদের জয় হয়েছে। এতে প্রমাণিত হয়, দেশের মানুষ ভোট দিতে চায়, তারা ভোটাধিকার চায়।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্র রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা শপথ নিয়েছেন। তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন।’ সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে তিনি বলেন, ‘এটি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। তবে ম্যাডাম (খালেদা জিয়া) আমাদের বলেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে কোনো নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থীরা বিজয়ী হবেন।’ এর আগে সুপ্রীম কোর্ট বার নির্বাচনে বিজয়ী সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নেত্রীর সঙ্গে দেখা করেন। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) বিজয়ী হয়। সভাপতি-সম্পাদকসহ নয়টি পদে জয়লাভ করে এ প্যানেল। খন্দকার মাহবুব হোসেন ১৮০৬ ভোট এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ১৯৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। জেএ


No comments:

Post a Comment