Monday, March 9, 2015

ফিলিস্তিনের ভিডিও গেমস সরিয়ে ফেললো গুগল প্লে:Time News

ফিলিস্তিনের ভিডিও গেমস সরিয়ে ফেললো গুগল প্লে ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ০৮ মার্চ, ২০১৫ ২১:১৩:৩৩ ইসরাইলের চাপে ফিলিস্তিনের তৈরি একটি ভিডিও গেমস সরিয়ে নিয়েছে 'গুগল প্লে'। ভিডিও গেমসটিতে ট্যাংক ও অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সমৃদ্ধ ইসরাইলি আগ্রাসী বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের এক বীর যোদ্ধার সংঘর্ষ দেখানো হয়। সাল্লি হাদ্দাদ, ১২ বছর বয়সী ফিলিস্তিনি বালক। টানা তিনদিন 'গাজা মেন গেম' নামের ভিডিও গেমসটি
খেলছিল তার চাচার অ্যান্ড্রয়েড মোবাইলে। পরে চাচা তাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেন যাতে সে নিজের মোবাইলেই গেমসটি খেলতে পারে। কিন্তু গতকাল শনিবার বিকেলে গেমসটি আর খুঁজে পাচ্ছিল না হাদ্দাদ। পরে জানা যায়, গেমসটি গুগল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে ইসরাইলের চাপে। গেমসটি সরিয়ে দেয়ার ব্যাপারে গুগল যুক্তি দেখিয়ে বলেছে, গেমসটিতে শুধুমাত্র একজন ফিলিস্তিনিকে সুপারহিরু হিসেবে দেখানো হচ্ছিল। গেমসটি ৫ র‍্যাটিংয়ের মধ্যে ৪ দশমিক ৯ র‍্যাটিং অর্জন করেছিল। এ ছাড়া, এটি ব্যবহারকারীদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছিল। গেমসটিতে মাঠে ফুটবল খেলা অবস্থায় ফিলিস্তিনি এক বালককে অপহরণ করে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। অপহরণের সময় বালকটির মাকে হেনস্থা করে ইসরাইলি সেনারা। আর এই সময়েই আবির্ভাব ঘটে ফিলিস্তিনি বীর যোদ্ধার। তার মুখ ঢাকা থাকে ফিলিস্তিনের অতি পরিচিত কুফিয়েহ নামক এক ধরনের স্কার্ফ দ্বারা। ফিলিস্তিনি বীর একটিমাত্র বন্দুক নিয়েই যুদ্ধে অবতীর্ণ হন ট্যাংক ও অস্ত্রশস্ত্র সজ্জিত ইসরাইলি বাহিনীর সঙ্গে। ফিলিস্তিনি বীরের প্রচণ্ড আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরাইলি বাহিনীর। এই গেমসটির মাধ্যমে ইসরাইল ব্যাপক মারণাস্ত্র ব্যবহার করে এটি প্রমাণিত হয় বলে অভিযোগ করেছে ইসরাইলি গণমাধ্যমগুলো। ইসরাইলের প্রতি এই গেমসটি আক্রমণাত্মক বলে অভিহিত করেছে তাদের গণমাধ্যমগুলো। সূত্র: মিডলইস্ট মনিটর এমএ


No comments:

Post a Comment