Monday, March 2, 2015

বিদ্রোহ করলে যথোপযুক্ত শাস্তি আনসারদেরও:Time News

বিদ্রোহ করলে যথোপযুক্ত শাস্তি আনসারদেরও স্টাফ রিপাের্টার টাইম নিউজ বিডি, ০২ মার্চ, ২০১৫ ১৭:৪৮:৪৭ বিদ্রোহের জন্য যথোপযুক্ত শাস্তির বিধান রেখে ব্যাটালিয়ন আনসার সংশোধন আইন-২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে দিয়েছে মন্ত্রিসভা। আর এই শাস্তির বিধান বর্ডার গার্ড, বাংলাদেশ (বিজিবি)-এর আইনের সঙ্গে সংগতি রেখে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে এ অনুমোদন
দেওয়া হয়। এর আগে আনসারদের জন্য বিদ্রোহ করলে শাস্তির কোনো বিধান ছিল না। নতুন আইনের খসড়ায় বলা হয়, অঙ্গীভূত আনসার সদস্যরা আগে নয় বছর চাকরি করলে তাঁদের চাকরি স্থায়ী হতো। এখন নতুন আইনে তা ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। আজকের বৈঠকে পেট্রোলিয়াম করপোরেশন আইন্‌-২০১৫ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই আইনে করপোরেশনের অনুমোদিত মূলধন এক কোটি থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। আগে এ প্রতিষ্ঠানের পূর্ণকালীন পাঁচজন পরিচালক ছিল। এখন তা ৬০ জন করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আজকের বৈঠকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনা নীতি-২০১৫ খসড়ার অনুমোদন দেওয়া হয়। এসএইচ


No comments:

Post a Comment