৭ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও কমেছে ১.৪৫ শতাংশ বা ০.২৫ পয়েন্ট। সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭.৭৭ পয়েন্টে, আর্থিক খাতের ৮.৭৫ পয়েন্ট, প্রকৌশল খাতের ২১.৩০, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০.৫৬, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১১.৯৮, পাট খাতের ২০২.৮৬, বস্ত্র খাতের ১১.৫৯, ওষুধ ও রসায়ন খাতের ২৩.৩৩, সেবা ও আবাসন খাতের ৩৭.২৬, সিমেন্ট খাতের ২২.৭৮, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৮০, চামড়া খাতের ২৪.৮৫, সিরামিক খাতের ৩২.৭৫, বিমা খাতের ১৮.২৮, বিবিধ খাতের ৩৩.১৯, পেপার ও প্রকাশনা খাতের ১২.৭৪, টেলিযোগাযোগ খাতের ২২.৯৮, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫.৫৫ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান ছিল ৮.৫০ পয়েন্টে, আর্থিক খাতের ৯.৪৮ পয়েন্ট, প্রকৌশল খাতের ২১.২৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯.৭০, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১২.৩৮, পাট খাতের ১৮৯.২০, বস্ত্র খাতের ১১.৮০, ওষুধ ও রসায়ন খাতের ২৩.০৪, সেবা ও আবাসন খাতের ৩৯.৫৩, সিমেন্ট খাতের ২৩.৩৩, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৮৪, চামড়া খাতের ২৪.৪৮, সিরামিক খাতের ৩৩.০২, বিমা খাতের ১৮.৯৯, বিবিধ খাতের ৩১.৬৬, পেপার ও প্রকাশনা খাতের ১২.৬১, টেলিযোগাযোগ খাতের ২৩.২৫, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫.৯০ পয়েন্টে। সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিই’র হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৫.২৯ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৪.৭১, ‘জেড’ ক্যাটাগরির ৫৮.৫১ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৮.৮৯ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান ছিল ১৫.৬৩ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৬.৫৮, ‘জেড’ ক্যাটাগরির ৫৫.৯২ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৮.১০ পয়েন্টে। উল্লেখ্য, এখানে খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলোর হিসাব বাদ দিয়ে। এএইচ
Saturday, March 14, 2015
গত সপ্তাহে পিই রেশিও কমেছে ১.৪৫ শতাংশ:Time News
গত সপ্তাহে পিই রেশিও কমেছে ১.৪৫ শতাংশ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৪ মার্চ, ২০১৫ ১১:৩৭:০৩ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১.৪৫ শতাংশ।, যা আগের সপ্তাহে কমেছিল ১.৮৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৬.৮২ পয়েন্টে, যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৭.০
৭ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও কমেছে ১.৪৫ শতাংশ বা ০.২৫ পয়েন্ট। সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭.৭৭ পয়েন্টে, আর্থিক খাতের ৮.৭৫ পয়েন্ট, প্রকৌশল খাতের ২১.৩০, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০.৫৬, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১১.৯৮, পাট খাতের ২০২.৮৬, বস্ত্র খাতের ১১.৫৯, ওষুধ ও রসায়ন খাতের ২৩.৩৩, সেবা ও আবাসন খাতের ৩৭.২৬, সিমেন্ট খাতের ২২.৭৮, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৮০, চামড়া খাতের ২৪.৮৫, সিরামিক খাতের ৩২.৭৫, বিমা খাতের ১৮.২৮, বিবিধ খাতের ৩৩.১৯, পেপার ও প্রকাশনা খাতের ১২.৭৪, টেলিযোগাযোগ খাতের ২২.৯৮, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫.৫৫ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান ছিল ৮.৫০ পয়েন্টে, আর্থিক খাতের ৯.৪৮ পয়েন্ট, প্রকৌশল খাতের ২১.২৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯.৭০, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১২.৩৮, পাট খাতের ১৮৯.২০, বস্ত্র খাতের ১১.৮০, ওষুধ ও রসায়ন খাতের ২৩.০৪, সেবা ও আবাসন খাতের ৩৯.৫৩, সিমেন্ট খাতের ২৩.৩৩, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৮৪, চামড়া খাতের ২৪.৪৮, সিরামিক খাতের ৩৩.০২, বিমা খাতের ১৮.৯৯, বিবিধ খাতের ৩১.৬৬, পেপার ও প্রকাশনা খাতের ১২.৬১, টেলিযোগাযোগ খাতের ২৩.২৫, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫.৯০ পয়েন্টে। সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিই’র হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৫.২৯ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৪.৭১, ‘জেড’ ক্যাটাগরির ৫৮.৫১ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৮.৮৯ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান ছিল ১৫.৬৩ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৬.৫৮, ‘জেড’ ক্যাটাগরির ৫৫.৯২ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৮.১০ পয়েন্টে। উল্লেখ্য, এখানে খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলোর হিসাব বাদ দিয়ে। এএইচ
৭ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও কমেছে ১.৪৫ শতাংশ বা ০.২৫ পয়েন্ট। সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৭.৭৭ পয়েন্টে, আর্থিক খাতের ৮.৭৫ পয়েন্ট, প্রকৌশল খাতের ২১.৩০, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০.৫৬, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১১.৯৮, পাট খাতের ২০২.৮৬, বস্ত্র খাতের ১১.৫৯, ওষুধ ও রসায়ন খাতের ২৩.৩৩, সেবা ও আবাসন খাতের ৩৭.২৬, সিমেন্ট খাতের ২২.৭৮, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৮০, চামড়া খাতের ২৪.৮৫, সিরামিক খাতের ৩২.৭৫, বিমা খাতের ১৮.২৮, বিবিধ খাতের ৩৩.১৯, পেপার ও প্রকাশনা খাতের ১২.৭৪, টেলিযোগাযোগ খাতের ২২.৯৮, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫.৫৫ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে খাতভিত্তিক পিইর হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান ছিল ৮.৫০ পয়েন্টে, আর্থিক খাতের ৯.৪৮ পয়েন্ট, প্রকৌশল খাতের ২১.২৫, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৯.৭০, বিদ্যুৎ ও জ্বালানী খাতের ১২.৩৮, পাট খাতের ১৮৯.২০, বস্ত্র খাতের ১১.৮০, ওষুধ ও রসায়ন খাতের ২৩.০৪, সেবা ও আবাসন খাতের ৩৯.৫৩, সিমেন্ট খাতের ২৩.৩৩, তথ্যপ্রযুক্তি খাতের ১৫.৮৪, চামড়া খাতের ২৪.৪৮, সিরামিক খাতের ৩৩.০২, বিমা খাতের ১৮.৯৯, বিবিধ খাতের ৩১.৬৬, পেপার ও প্রকাশনা খাতের ১২.৬১, টেলিযোগাযোগ খাতের ২৩.২৫, ভ্রমণ ও অবকাশ খাতের ১৫.৯০ পয়েন্টে। সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিই’র হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৫.২৯ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৪.৭১, ‘জেড’ ক্যাটাগরির ৫৮.৫১ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৮.৮৯ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান ছিল ১৫.৬৩ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৬.৫৮, ‘জেড’ ক্যাটাগরির ৫৫.৯২ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৮.১০ পয়েন্টে। উল্লেখ্য, এখানে খাতভিত্তিক পিই হিসাব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসি শেয়ার এবং যে সব শেয়ার দীর্ঘদিন লেনদেন হয় না সেগুলোর হিসাব বাদ দিয়ে। এএইচ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment