Sunday, March 15, 2015

স্বামীকে না পেয়ে ফিরে গেলেন শাহনাজ:Time News

স্বামীকে না পেয়ে ফিরে গেলেন শাহনাজ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৪ মার্চ, ২০১৫ ২০:৫৭:৫১ ডিবি পুলিশের কথামত শাহনাজ তার বাবা ও মাকে নিয়ে শনিবার দুপুর ১১ টায় ডিবি কার্যালয়ে আসেন। তারপর দীর্ঘ সময় অতিবাহিত করার পর বিকাল সাড়ে ৫টার দিকে স্বামীকে না পেয়েই ফিরে যান তিনি। শনিবার থেকে কোন খোজ খবর না পেয়ে ১৪ মার্চ সকালে জনৈক ডিবি পুলিশ ফোন করে ডিবি অফিসের সামনে আসতে বলে যে তোমার স্বামীকে ছেড়ে দেওয়া হবে। শা
হনাজ টাইমনিউজবিডিকে জানান, তার স্বামী পেশায় একজন ব্লোগ মিস্ত্রী। রানা তার স্ত্রী,শশুর,   শাশুরীসহ রাজধানীর রামপুরা থানাধীন মুগদার মান্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতো। শাহনাজ বলেন, ‘তার স্বামী রানা গত ৭ই মার্চ তার বাবা মার সাথে দেখা করতে একই থানার মেরেগদার চেপাইবাগের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে ৩/৪ জন লোক তুলে নিয়ে যায়। তার পর থানায় খোজ করলে তাকে না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই। তারপর আজ শনিবার সকালে একটি অপরিচিত নাম্বার থেকে রানা ফোন দিয়ে বলে এই স্যারের সাথে কথা বলো তারপর এক লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে তাকে (রানা) ডিবি অফিসে রাখা হয়েছে, আপনারা আজ সকাল ১১ টায় ডিবি কার্যালয়ের সামনে এসে আপনার স্বামীকে নিয়ে যাবেন।’ তারপর থেকে এখানে অপেক্ষা করছি কিন্তুলোকটা বারবার বলছে আসবে কিন্তু তার কোন খবর নেই। এ বিষয়ে ডিবির কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এসআই আমজাদ হোসেন বলেন, কোন আসামী বা কাউকে আটক করার ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম যেহেতু এর মধ্যে তাকে (রানা) আদালতে হাজির করা হয়নি তাই ডিবি পুলিশ তাকে আটক করেনি। জনৈক ঐ ডিবি অফিসারের সাথে ফোনে কথা হলে, তিনি বিষয়টি অস্বীকার করে বলে রানা নামে আমরা কাউকে আটক করিনি। এদিকে রানার শ্বশুর সাহেব আলী বলেন, জনৈক ঐ ডিবি অফিসার তাকে ফোন দিয়ে হুমকি দিয়ে বলেন ‘তুমি সাংবাদিকদের আমার ফোন নম্বর দিয়েছ কেন, তোমার জামাইকে আমরা আজ ছাড়ছিনা, তোমাকে দেখে নিবো।’ ওনার স্ত্রী শাহনাজ বলেন, ‘ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি এই শিশু মেয়েটাকে নিয়ে কার কাছে যাবো।’ উল্লেখ্য, শাহনাজের স্বামী রানা (২৭) কে গত ৭ই মার্চ তার শশুর বাড়ি রাজধানীর মেরেগদা চেপাইবাগ থেকে আটক করে ডিবি পুলিশ। রানার গ্রামের বাড়ি রংপুর সদরে তার ৩ মাসের মিম নামে একটি মেয়ে আছে। এআই/এসএইচ


No comments:

Post a Comment