Sunday, March 15, 2015

স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার:Time News

স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৫ মার্চ, ২০১৫ ০৯:৪০:১৫ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। আন্তর্জাতিক ভোক্তা আন্দোলনের সাথে সংহতি প্রকাশের মাধ্যমে জাতীয় পর্যায়ে ভোক্তা আন্দোলনকে আরও গতিশীল করার প্রয়াসে প্রতিবছর এ দিবসটি বিশ্বব্যপি উদ্যাপিত হয়ে আসছে। ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রথমবারের মতো ভোক্তা অধিকারকে সংজ্ঞায়িত করেন এবং ভোক্তা আন্দোল
নের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই ঐতিহাসিক দিনটির তাৎপর্য ভোক্তাসাধারণের কাছে তুলে ধরা এবং ভোক্তা আন্দোলনে নাগরিকদের অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে ১৯৮৩ সন থেকে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। আমাদের দেশে সামাজিক ন্যায়বিচার এখনও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়নি। তাই ভোক্তারা বাজারে প্রতিনিয়ত প্রতারিত ও প্রবঞ্চিত হন। দেশে সু-সংগঠিত ভোক্তা আন্দোলন গড়ে না উঠায় এই প্রতারণা-প্রবঞ্চনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে উঠছে না। তাই বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপনের মাধ্যমে ভোক্তার স্বীকৃত অধিকার সু-প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হবার সুযোগ এসেছে। এ বছরের বিশ্ব ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- ‘স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার’। বিশ্বের ১১৫টি দেশে ২২০টি ভোক্তা অধিকার সংগঠন দিবসটি পালন করছে। দিবসটি উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যৌথভাবে নানা কর্মসূচি পালন করবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা জানান, দিবসটি উপলক্ষে দেশের সব জেলা ও উপজেলায় সেমিনার, মানববন্ধন ও সচেতনতামূলক বুকলেট বিতরণ ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসএইচ/ এআর


No comments:

Post a Comment