Saturday, February 14, 2015

ধোলাইপাড়ে পুলিশের গুলিতে যুবক আহত:Time News

ধোলাইপাড়ে পুলিশের গুলিতে যুবক আহত স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৩ ফেব্রুয়ারি, ২০১৫ ২০:৪৭:৪৯ রাজধানীর যাত্রাবাড়ী থেকে ধোলাইপাড় যাওয়ার রাস্তায় একটি সিএনজি পাম্পের সামনে পুলিশের গুলিতে আহত হয় এক যুবক। আহত যুবকের নাম আতাউর রহমান (২৭) বলে জানা যায়। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকের এ ঘটনা ঘটে। পরে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, একটি বিআরটিসি বাসে পেট্রোলবোমা নিক্ষেপের চেষ্টা করায় আতাউরকে গুলি করে পুল
িশ। আতাউর ও তার স্বজনদের দাবি, শুধু শুধু তাকে গুলি করা হয়েছে। সে কিছুই করেনি। শুধু রাস্তা দিয়ে যাচ্ছিল। পুলিশ সামনে থেকে তাকে গুলি করে। ডান পায়ের হাটুতে গুলিবিদ্ধ আতাউরকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশনের পর শুক্রবার রাত সোয়া ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। নেত্রকোণার খালিয়াজুরির কৃষ্ণপুরের জসিম উদ্দিনের ছেলে আতাউর। যাত্রাবাড়ির দীন মোহাম্মদ মার্কেটের পাচঁ তলায় আতাউরের অ্যামব্রডায়েরির দোকান সাদিয়া অ্যামব্রডায়েরি হাউজ। ঢাকায় তিনি একা তার দোকানের ভিতরেই থাকেন। ঘটনা প্রসঙ্গে আতাউর বলেন, নারায়ণগঞ্জের স্যাম ডিজাইন গার্মেন্টস থেকে টি-শার্টের কাজ পাইছিলাম। ওইখানে ৩ হাজার টাকা বাকি ছিল। তাই ওই টাকা আনতে নারায়ণগঞ্জে গেছিলাম। আসনের সময় ধোলাইপাড়ে সিএনজি পাম্পের সামনে প্রসাব করতে বসি। তহন হঠাৎ কইরা পোলাপাইন আইসা আমারে মারতে মারতে পুলিশের কাছে তুইলা দেয়। তিনি আরও বলেন, আমি কিছু বোঝনের আগে পুলিশ পায়ে গুলি কইরা হাসপাতালে নিয়া আসে। আমি ব্যবসা ছাড়া কোন কিছু করি না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাইলে ওই মার্কেটে যান, আমি সত্য কইছি না মিথ্যা তার প্রমাণ পাইবেন। আতাউরের চাচা মুহাম্মদ কবির বলেন, আতাউর আমার ভাতিজা হয় আবার একই মার্কেটে আমরা একলগে ব্যবসা করি। বিকাল ৪টার পর থেকে ভাতিজার লগে যোগাযোগ হয় নাই। পরে রাত সাড়ে ১০টায় টিভির খবরে দেখতে পাইয়া হাসপাতালে আইছি। আতাউরের মামা মো. আবুল হোসেন বলেন, আমরা কেউই কোন রাজনীতি করি না। কারও লগে আতাউরের বাজাবাজিও নাই। তাইলে এলাকার পোলাপাইন ওর লগে এমন করলো কেন বুঝতাছিনা। আমাগো মার্কেটের মালিকও সবার সম্পর্কে জানে। বিশ্বাস না হইলে তার কাছেও আপনেরা জিগাইতে পারেন। এদিকে ঘটনার পর ডিএমপি মিডিয়া সেল থেকে জানানো হয়, যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে এক দুর্বৃত্ত একটি বিআরটিসি বাসে আগুন এবং পুলিশ ও সাধারণ মানুষের উপর হামলা করলে আত্মরক্ষার জন্য গুলি ছোড়ে পুলিশ। এতে ওই দুর্বৃত্ত পায়ে গুলিবিদ্ধ হয় এবং তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধ আতাউর রহমানকে ঢাকা মেডিকেলে আনা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আতাউরের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এসএইচ


No comments:

Post a Comment