Wednesday, February 25, 2015

আগারগাঁও বস্তিতে আগুন, ১ শিশুর মৃত্যু, পুড়ে গেছে অর্ধশত ঘর:Time News

আগারগাঁও বস্তিতে আগুন, ১ শিশুর মৃত্যু, পুড়ে গেছে অর্ধশত ঘর স্টাফ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ১৭:১৯:৪১ রাজধানীর আগারগাঁও বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার-পাঁচ বছরের একটি শিশু পুড়ে মারা গেছে। এছাড়া প্রায় অর্ধশত টিনের ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা বলেন, ‘বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফ
ায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়।’ তিনি জানান, দুপুর সাড়ে ১২টা দিকে আগুন আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনে একটি চার-পাঁচ বছরের একটি শিশু পুড়ে মারা গেছে। লাশটি সনাক্ত করার মতো অবস্থাও নেই। ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে অজ্ঞাত হিসেবে রেখে চলে আসেন। এসময় তারা জানান, আগারগাঁওয়ের অগ্নিকাণ্ডে শিশুটি মারা গেছে। জেআই


No comments:

Post a Comment