/www/delivery/ck.php?n=a9674aa6' target='_blank'> [X] গত সোমবার রাতে বনানীর একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ২১ ঘণ্টা পর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মান্নাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যা ব। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ জানায়,দণ্ডবিধির ১৩১ ধারায় করা ওই মামলায় মান্নাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসআই সোহেল রানার করা ওই মামলায় অজ্ঞাত আরেক ব্যক্তিকেও আসামি করা হয়। উল্লেখ্য, গত রোববার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের দুটি অডিও টেপ ফাঁস হয়। চলমান পরিস্থিতি নিয়ে ওই টেপে দুই নেতাকে বিশদ কথা বলতে শোনা যায়। এই অডিও টেপ ফাঁস হওয়ার পর এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নতুন বার্তা/এমবি
Wednesday, February 25, 2015
মান্না ১০ দিনের রিমান্ডে :Natun Barta
ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে মান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদ্ন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বারিক মান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে মহানগর হাকিম মাহবুবুর রহমান মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
/www/delivery/ck.php?n=a9674aa6' target='_blank'> [X] গত সোমবার রাতে বনানীর একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ২১ ঘণ্টা পর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মান্নাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যা ব। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ জানায়,দণ্ডবিধির ১৩১ ধারায় করা ওই মামলায় মান্নাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসআই সোহেল রানার করা ওই মামলায় অজ্ঞাত আরেক ব্যক্তিকেও আসামি করা হয়। উল্লেখ্য, গত রোববার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের দুটি অডিও টেপ ফাঁস হয়। চলমান পরিস্থিতি নিয়ে ওই টেপে দুই নেতাকে বিশদ কথা বলতে শোনা যায়। এই অডিও টেপ ফাঁস হওয়ার পর এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নতুন বার্তা/এমবি
/www/delivery/ck.php?n=a9674aa6' target='_blank'> [X] গত সোমবার রাতে বনানীর একটি বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ২১ ঘণ্টা পর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মান্নাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যা ব। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ জানায়,দণ্ডবিধির ১৩১ ধারায় করা ওই মামলায় মান্নাকে গ্রেফতার দেখানো হয়েছে। এসআই সোহেল রানার করা ওই মামলায় অজ্ঞাত আরেক ব্যক্তিকেও আসামি করা হয়। উল্লেখ্য, গত রোববার ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে মাহমুদুর রহমান মান্নার ফোনালাপের দুটি অডিও টেপ ফাঁস হয়। চলমান পরিস্থিতি নিয়ে ওই টেপে দুই নেতাকে বিশদ কথা বলতে শোনা যায়। এই অডিও টেপ ফাঁস হওয়ার পর এ নিয়ে আলোচনার ঝড় ওঠে। সেনা বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নতুন বার্তা/এমবি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment