জাবি ছাত্রদল সভাপতি নিখোঁজ জাবি করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫ ০১:২১:৫৫ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম জাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে জাবি ছাত্রদল। বুধবার রাতে জাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ ভুইয়া স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি করা হয়। বিবৃতিতে তিনি দাবি করেন, ডিবিপুলিশ তাকে গ্রেফতার করার পরও কোনো থানায় হস্তান্তর করেনি। তিনি দাবি করেন, মঙ্গলবার গভীর রাতে জাকিরকে ডিবি পরিচয়দানকারী সাদা পোশাকের পুলিশ তার মোহাম্মাদপুরের বাসা থেকে তুলে নিয়ে যায়। তাকে এখনও কোনো থানায় হস্তান্তর করা হয়নি এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। জাবি ছাত্রদল এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং তার নি:শর্ত মুক্তি দাবি করছে। বিবৃতিতে ২৪ ঘণ্টার মধ্যে তাকে জনসম্মুখে হাজির করার আহবান জানানো হয়েছে। সেইসঙ্গে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে জাবি উপাচার্যের প্রতি দাবি জানানো হয়েছে। এ বিষয়ে রাজধানীর হাজারীবাগ থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, ওই নামে তার থানায় কেউ আটক নেই। জেএ
No comments:
Post a Comment