বিডিআর ট্রাজিডিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষের সচিব স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ০৯:৫১:০৪ পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবরা ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন বীর বিক্রম শ্রদ্ধা জানান। এর পরই নিহত সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে সিনিয়র স্বরাষ্ট্র সচিব, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান ইয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ। এর পর শ্রদ্ধা জানান, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান এইচ এম এরশাদ। এসময় নিহতদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিডিআরের (বর্তমানে বিজিবি) কিছু বিপথগামী জওয়ানের বিদ্রোহে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও সেনাবাহিনীর ৫৭ কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এর পর সেই ঘটনা সারা দেশের বিডিআর জওয়ানদের মধ্যে ছড়িয়ে পড়ে। এএইচ
No comments:
Post a Comment