-দলীয় জোটের লাগাতার অবরোধের সঙ্গে টানা ৭২ ঘণ্টা হরতালের শেষদিনে এ ঘটনা ঘটল। পুলিশ ও আহতরা জানিয়েছে, আইকন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৪০৮০) একটি বিলাসবহুল বাস যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকা আসছিল। পথে চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অজ্ঞাতরা। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়। দগ্ধ ও আহত ১৬ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। সেখান থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পেট্রোল বোমায় বাসটি পুরোপুরি পুড়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর পর সাতটি লাশ উদ্ধার করেছি।’ আগুন পুড়ে নিহতদের চেহারা চেনার উপায় নেই। তাই তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান তিনি। চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম চক্রবর্তী বলেছেন, দুর্বৃত্তদের ধরার জন্য তারা তৎপরতা শুরু করেছেন। মন্তব্য
Tuesday, February 3, 2015
কুমিল্লায় বাসে পেট্রোল বোমা, নিহত ৭:RTNN
কুমিল্লায় বাসে পেট্রোল বোমা, নিহত ৭ নিজস্ব প্রতিনিধি আরটিএনএন কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আরো ১৬ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে এই বোমা হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। বিএনপি নেতৃত্বাধীন ২০
-দলীয় জোটের লাগাতার অবরোধের সঙ্গে টানা ৭২ ঘণ্টা হরতালের শেষদিনে এ ঘটনা ঘটল। পুলিশ ও আহতরা জানিয়েছে, আইকন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৪০৮০) একটি বিলাসবহুল বাস যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকা আসছিল। পথে চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অজ্ঞাতরা। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়। দগ্ধ ও আহত ১৬ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। সেখান থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পেট্রোল বোমায় বাসটি পুরোপুরি পুড়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর পর সাতটি লাশ উদ্ধার করেছি।’ আগুন পুড়ে নিহতদের চেহারা চেনার উপায় নেই। তাই তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান তিনি। চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম চক্রবর্তী বলেছেন, দুর্বৃত্তদের ধরার জন্য তারা তৎপরতা শুরু করেছেন। মন্তব্য
-দলীয় জোটের লাগাতার অবরোধের সঙ্গে টানা ৭২ ঘণ্টা হরতালের শেষদিনে এ ঘটনা ঘটল। পুলিশ ও আহতরা জানিয়েছে, আইকন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৪০৮০) একটি বিলাসবহুল বাস যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকা আসছিল। পথে চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অজ্ঞাতরা। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়। দগ্ধ ও আহত ১৬ জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। সেখান থেকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পেট্রোল বোমায় বাসটি পুরোপুরি পুড়ে গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর পর সাতটি লাশ উদ্ধার করেছি।’ আগুন পুড়ে নিহতদের চেহারা চেনার উপায় নেই। তাই তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান তিনি। চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম চক্রবর্তী বলেছেন, দুর্বৃত্তদের ধরার জন্য তারা তৎপরতা শুরু করেছেন। মন্তব্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment