Sunday, January 18, 2015

জ্বালাও-পোড়াও-ভাংচুরে চলছে অবরোধ:Time News

জ্বালাও-পোড়াও-ভাংচুরে চলছে অবরোধ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৮ জানুয়ারি, ২০১৫ ১৫:০৪:৩৩ রাজধানীসহ সারাদেশে জ্বালাও-পোড়াও ভাংচুরের মধ্যে দিয়ে চলছে ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের ১৩তম দিন। একইসঙ্গে কিছু এলাকায় স্থানীয় বিএনপির ডাকে হরতালও চলছে কড়াভাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদ ও আটক জোট নেতাকর্মীদের মু্ক্তির দাবিতে দেশব্যাপী এ অবরোধ পালন করছে ২০ দল।  রাজধানীস
হ দেশের বিভিন্ন স্থানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি বেশ কিছু যানবাহনে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে অবরোধ সমর্থকরা। মনিপুরীপাড়া: রাজধানীর মনিপুরীপাড়ায় গাড়িতে আগুন দিয়েছে দুবৃত্তরা। এতে ইডেনের ৩ ছাত্রী আগুনের দগ্ধ হয়ে আহত হয়েছেন। ডেমরা: ঢাকা-সিলেট মহাসড়কের রাজধানীর প্রবেশপথ ডেমরা স্টাফ কোয়াটারে একটি যাত্রীবাহী লেগুনায় আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। সকাল ছয়টার দিকে বেশ কিছু যুবক এসে আতকৃত গাড়ি ভাংচুর করে,একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়। গুলিস্তান: রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে পার্কিং করা গাড়িতে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। এ সময় পুলিশের গুলিতে আকরাম হোসেন (১৮) নামে এক যুবক আহত হয়। শনিবার রাত পৌনে ১১টার দিকে গোলাপ শাহ’র মাজার সংলগ্ন এলাকায় চলন্ত বাসে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। তবে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই নিভিয়ে ফেলে স্থানীয় জনতা। তাই এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সিরাজগঞ্জ:  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১৩তম দিনে সিরাজগঞ্জে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা। রোববার সকালে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এছাড়া এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানান সার্জেন্ট হাবিবুল। নাটোর: রাজশাহী বিভাগে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতালের শুরুতেই নাটোর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নাশকতার আশঙ্কায় ৪ জনকে আটক করেছে পুলিশ। বগুড়া: বগুড়ায় হরতাল ও অবরোধ চলাকালে শহরের মাটিডালি বিমান মোড়ে অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লাগাতার অবরোধ ও রাজশাহী বিভাগে ২০ দলের ডাকা হরতালের সমর্থনে রোববার বেলা সাড়ে ১১টায় মাটিডালি মোড়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে দুটি অটোরিকশা ভাঙচুর করে তারা। রাতে শহরের নতুন মহিলা কলেজ এলাকায় ১টি যাত্রীবাহী বাস ও ২টি সিএনজি অটোরিকশা এবং লক্ষ্মীপুর-ভোলা সড়কের দরবার শরীফ এলাকাসহ বিভিন্ন স্থানে আরো ১০টি যানবাহন ভাঙচুর করেছে অবরোধকারীরা। বরিশাল: একটি ট্রাকে পেট্রোল বোমা হামলায় সোহাগ (১৮) নামে একজন হেলপার দগ্ধ হয়ে নিহত হয়েছেন। ওই ট্রাকের চালক লাফিয়ে বাইরে বের হওয়ায় বেচেঁ গেছেন। তবে তার শরীরের অনেকাংশ দগ্ধ হয়েছে। ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রোববার সকাল ৬টার দিকে বরিশালের উজিরপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এসএইচ


No comments:

Post a Comment