Sunday, January 25, 2015

আবারও রাজধানীতে বন্দুকযুদ্ধ, নিহত ২:Time News

আবারও রাজধানীতে বন্দুকযুদ্ধ, নিহত ২ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৫ জানুয়ারি, ২০১৫ ০০:০০:০০ আবারও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলো রাজধানীতে। গোয়েন্দা পুলিশের পর এবার র্যা বের সঙ্গে এ বন্দুযুদ্ধের ঘটনা ঘটেছে। রামপুরার বনশ্রী এলাকায় আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, রাত আড়াইটার দিকে র্
যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ওই দুই যুবক গুলিবিদ্ধ হন। রাস্তার পাশে তাদের পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। এর আগে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুজ্জামান জনি (৩০)। মঙ্গলবার ভোররাতে রাজধানীর খিলগাঁও রেলগেট জোড়াপুকুরপাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এর আগের রাতে মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজার এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন জামায়াত নেতা ও নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমরুল কায়েস (৩৮)। পুলিশের গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন আগে এলাকা থেকে পালিয়ে রাজধানীতে আত্মগোপন করেছিলেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এআর


No comments:

Post a Comment