Saturday, January 3, 2015

১৬ পয়েন্ট থেকে একযোগে বের হয়ে আসবে আ. লীগ:Time News

১৬ পয়েন্ট থেকে একযোগে বের হয়ে আসবে আ. লীগ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৩ জানুয়ারি, ২০১৫ ১০:২১:১৮ বিএনপি-জামায়াত জোটের ‘গণতন্ত্র হত্যা দিবস’ প্রতিহতে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র বিজয় দিবস’ পালনে রাজধানীতে আওয়ামী লীগের ১৬টি টিম মাঠে থাকবে। এ দিন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করবে। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভার সিদ্ধান্ত মোতাবেক এসব টিম গঠন করা হয়। মাহবুব উল আলম
হানিফের সভাপতিত্বে যৌথসভায় আরো উপস্থিত ছিলেন সাহারা খাতুন, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, ড. আব্দুস সোবহান গোলাপ, অ্যাড. আব্দুল মান্নান খান, ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন্নেসা ইন্দিরা, হাবিবুর রহমান সিরাজ, এ কে এম রহমত উল্লাহ, অ্যাড. মমতাজ উদ্দিন মেহেদী, এ কে এম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, এম এ আজিজ, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, হাবিবুর রহমান মোল্লা, ইলিয়াসউদ্দিন মোল্লাহ, আসাদুজ্জামান খান কামাল, অ্যাড. সানজিদা খানম প্রমুখ। সভায় ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরী, সারা দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলায় বর্ণাঢ্য বিজয় র্যারলিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। তার মধ্যে আড়াইটায় একযোগে আনন্দ র্যাললি ও সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয় যৌথসভায়। সভায় ৫ জানুয়ারি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে দুপুর আড়াইটায় একযোগে কর্মসূচি পালনের জন্য নিম্নলিখিত ১৬টি টিম গঠন করা হয়েছে। ১. পূরবী সিনেমা হলের সামনে ড. আব্দুর রাজ্জাক, এস এম কামাল হোসেন, ইলিয়াসউদ্দিন মোল্লাহ ২. শ্যামপুর-জুরাইন রেলগেটে আহমদ হোসেন, মমতাজ উদ্দিন মেহেদী, এনামুল হক শামীম, অ্যাড. সানজিদা খানম ৩. ডেমরা-যাত্রাবাড়ী মাঠ মতিয়া চৌধুরী, নূরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান মোল্লা ৪. বাড্ডা-রামপুরা পেট্রোল পাম্পে ক্যাপ্টেন তাজুল ইসলাম, অ্যাড. আফজাল হোসেন, এ কে এম রহমত উল্লাহ ৫. ধানমন্ডি-৩২ নং রোডে মোহাম্মদ নাসিম, ড. আবদুস সোবহান গোলাপ, ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, দেওয়ান শফিউল আরেফীন টুটুল, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ৬. মিরপুর-১ গোলচত্বরে আমির হোসেন আমু, আখতারুজ্জামান, আসলামুল হক ৭. লালবাগে তোফায়েল আহমেদ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, অ্যাড. মৃণাল কান্তি দাস ৮. গুলশানে শেখ ফজলুল করিম সেলিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আমিনুল ইসলাম আমিন ৯. সূত্রাপুরে খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী ১০. তেজগাঁওয়ে কাজী জাফর উল্লাহ, ড. হাসান মাহমুদ, আব্দুস ছাত্তার ১১. সবুজবাগ-খিলগাঁওয়ে নূহ-উল-আলম লেনিন, আব্দুর রহমান, অ্যাড. আবদুল মান্নান খান ১২. উত্তরায় অ্যাড. সাহারা খাতুন, কর্নেল (অব.) ফারুক খান ১৩. কামরাঙ্গীর চরে সতীশ চন্দ্র রায়, ফজিলাতুন্নেসা ইন্দিরা, অ্যাড. কামরুল ইসলাম ১৪. মোহাম্মদপুরে সুরঞ্জিত সেন গুপ্ত, জাহাঙ্গীর কবির নানক, ফরিদুন্নাহার লাইলী, মির্জা আজম ১৫. কাফরুলে ডা. দিপু মনি, স্থপতি ইয়াফেস ওসমান, বি এম মোজাম্মেল হক ১৬. সোহরাওয়ার্দী উদ্যানে ওবায়দুল কাদের, মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, হাবিবুর রহমান সিরাজ, অসীম কুমার উকিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ; ওমর ফারুক চৌধুরী, হারুনুর রশীদ, অ্যাড. মোল্লা মো. আবু কাওসার, পঙ্কজ নাথ, শুক্কুর মাহমুদ, সিরাজুল ইসলাম, এইচ এম বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম। জেএ


No comments:

Post a Comment