Sunday, January 25, 2015

সাত দিনের আল্টিমেটামের কার্ড: যুক্তরাজ্য বিএনপি:Time News

সাত দিনের আল্টিমেটামের কার্ড: যুক্তরাজ্য বিএনপি বিশেষ প্রতিনিধি টাইম নিউজ বিডি, ২৫ জানুয়ারি, ২০১৫ ০১:০৬:৪২ বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীরা শোক প্রকাশ করেছেন। ছোট ভাইয়ের অকাল মৃত্যুতে মুষড়ে পড়েন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও। ভিসা জটিলতা
কাটিয়ে ভাইয়ের জানাজায় অংশ নিতে তিনি শেষ পর্যন্ত মালয়েশিয়ায় যেতে পারবেন কি-না এ রিপোর্ট লেখা পর্যন্ত সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। এদিকে, আরাফাত রহমান কোকোর মৃত্যু 'হত্যাকান্ড কি-না এবং এটি চলমান আন্দোলন দমাতে শেখ হাসিনার সাত দিনের আল্টিমেটামের অংশ কি-না' এ নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাজ্য বিএনপি। রোববার বাদ-আছর ইস্ট লন্ডনের আলতাফ আলী পার্কে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।        শনিবার সকালে আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার প্রিয় ও স্নেহের ছোট ভাইয়ের এ অকাল মৃত্যু। আরাফাত রহমানের মৃত্যু সংবাদটি যখন লন্ডনে এসে পৌঁছায় তখন সেখানে ভোর। ঘুম থেকে উঠেই এরকম একটি হৃদয়বিদারক খবরে মুষড়ে পড়েন তারেক রহমান। এ সংবাদে আরাফাত রহমানের ভাবী ডা. জোবাইদা রহমান ও ভাতিজি জায়মা রহমানও কান্নায় ভেঙে পড়েন। এ সময় ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান, সদ্য পিতৃহারা প্রিয় দুই ভাতিজি জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। তিনি তাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। এরই মধ্যে শোকে কাতর মা খালেদা জিয়ারও টেলিফোনে খোঁজ খবর নেন তিনি। বারবার তিনি কান্নাজড়িত কণ্ঠে ছোট ভাই আরাফাতের বিভিন্ন স্মৃতি রোমন্থন করতে থাকেন। ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে দেশবাসীর দোয়া কামনা করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। শনিবার এক শোকবানীতে তারা আরাফাত রহমান কোকোর মৃত্যুর ঘটনা 'হত্যাকান্ড' কি-না এবং আওয়ামী লীগ সরকার এতে জড়িত কি-না - এ নিয়ে প্রশ্ন তুলেছেন। 'এই হত্যাকান্ড' আন্দোলন দমাতে শেখ হাসিনার সাত দিনের আল্টিমেটামের অংশ কি-না এ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা। এছাড়া পৃথক শোক বার্তা দিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার আহ্বায়ক প্রফেসর ড. একেএম মালিক, যুগ্ম আহ্বায়ক নসরুল্লাহ খান জুনায়েদ, সদস্য সচিব ব্যারিস্টার প্রকৌশলী তারিক বিন আজিজ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সিটিজেন্ট মুভমেন্টের আহ্বায়ক এমএ মালেক, বিএনপির যুক্তরাষ্ট্র বিষয়ক স্পেশাল রিপ্রেজেন্টেটিভ শাহ মোজাম্মেল নান্টু, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ব্যারিস্টার তারিক বিন আজিজ ও সদস্য সচিব সলিসিটর বিপ্লব পোদ্দার, স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আহ্বায়ক নাসির আহমেদ শাহীন ও সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ। এদিকে, শনিবার যুক্তরাজ্য বিএনপি অফিসে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে কোরআনখানির আয়োজন করা হয়। বাদআছর দোয়া মোনাজাত করা হয়। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সব জোনাল কমিটির উদ্যাগে স্থানীয় মসজিদে কোরআনাখানি ও দোয়ার আয়োজন করা হয়। কেবি


No comments:

Post a Comment