Thursday, January 8, 2015

বাংলাদেশের সংবিধান বিশ্বে শ্রেষ্ঠ : প্রধানমন্ত্রী:Time News

বাংলাদেশের সংবিধান বিশ্বে শ্রেষ্ঠ : প্রধানমন্ত্রী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ জানুয়ারি, ২০১৫ ১৪:৩৭:৪৪ বাংলাদেশের সংবিধানকে বিশ্বের শ্রেষ্ঠ সংবিধান বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার ‘বাংলাদেশ অর্থনীতি সমিতি’ এর ১৯তম দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের সংবিধানে
মানুষের মৌলিক চাহিদা পূরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যাদের বই কিনে পড়ার ক্ষমতা নাই তারা বিনামূল্যে বই পাচ্ছে, শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে, ভূমিহীনদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে এবং কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার বর্গা চাষীদের কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া শুরু করে। ওই সময় প্রশ্ন উঠেছিল এত ব্যাংক পাব কোথায়? তখন বলেছিলাম কৃষক নয়, ব্যাংক চলে যাবে কৃষকদের কাছে।’ এএইচ


No comments:

Post a Comment