Thursday, January 8, 2015

রুবেলের বিশ্বকাপ খেলা অনিশ্চিত, বিকল্প ভাবছে বিসিবি:RTNN

রুবেলের বিশ্বকাপ খেলা অনিশ্চিত, বিকল্প ভাবছে বিসিবি খেলা প্রতিবেদক আরটিএনএন ঢাকা: চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আত্মসমর্পণ করে জামিন চান রুবেল। শুনানি শেষে তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট
্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালত। কারাগারে পাঠানোয় অনিশ্চিত হয়ে পড়েছে রুবেলের বিশ্বকাপ খেলা। অনিশ্চয়তা দেখা দেয়ায় রুবেলের বিকল্প ভাবা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জামিন না পেলে বা রুবেল যেতে না পারলে তার পরিবর্তে অন্য কাউকে বিশ্বকাপের দলে নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রুবেলকে কারাগারে পাঠানোর পর বোর্ডের বিকল্প ভাবনার সাংবাদিকদের জানান তিনি। নিজামউদ্দিন জানান, ২৪ জানুয়ারি বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় যাবে। সেদিন রুবেল যদি দলের সঙ্গে যেতে না পারে তবে তার বিকল্প হিসেবে কাউকে নেয়া হবে। রুবেলের মামলার বিষয়টি ব্যক্তিগত এবং আইনি প্রক্রিয়া চলায় এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বিসিবি সিইও বলেন, 'বিষয়টির সমাধান হওয়ার আগ পর্যন্ত কোনো বক্তব্য দেয়া ঠিক হবে না। মাত্রই বিষয়টি আমরা জেনেছি। বিসিবির নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।' বিশ্বকাপ দলের সদস্যদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে আগামী সোমবার। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হ্যাপি। এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর হাইকোর্টে হাজির হয়ে  চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন রুবেল। মন্তব্য      


No comments:

Post a Comment