
ের মতই। কার্যালয়ের প্রধান ফটকের বাম পাশে রাখা হয়েছে জলকামান ও ডানে পুলিশের দুটি গাড়ি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঘোষিত ৫ জানুয়ারির ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে গত শনিবার রাত সাড়ে এগারটার দিকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থান নেয়। এরপর থেকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে তাকে। এরপর রবিবার দুপুর ১২টার দিকে কার্যালয়ের প্রধান ফটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। বাড়ানো হয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাও। প্রতিবন্ধকতা সৃষ্টি করতে কার্যালয়ের সামনের সড়কে প্রায় ১৩টি ইট-বালু ভর্তি ট্রাক এনে আড়াআড়ি ভাবে রাখা হয়। ৫ জানুয়ারিকে ঘিরে সৃষ্ট উত্তেজনার পরের দিন ইট-বালু ভর্তি ট্রাকগুলো সরিয়ে নেয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার খুলে দেওয়া হয় কার্যালয়ের বাইরের তালাও। তবে এ কার্যালয়ের উত্তরপাশের ফটক এখনও তালাবদ্ধ রয়েছে। গুলশান কার্যালয়ের চারপাশে গত ৪ দিনের মতই বহাল রয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া রয়েছে সাঁজোয়া যান, রায়টকার, জলকামান ও পিকআপ ভ্যান ইত্যাদি। মন্তব্য
No comments:
Post a Comment