
্থান ব্যাখ্যা করে রিজভী বলেন, ‘সারা দেশে সরকারের দমন পীড়ন অব্যাহত রয়েছে। গতকালও তিনজন নেতা-কর্মী হত্যা হয়েছে। প্রতিদিন তাদের নিষ্ঠুর নির্যাতনে সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীরা আহত হচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত দমন পীড়ন বন্ধ করা না হবে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দেওয়া হবে এবং সর্বোপরি নির্দলীয় সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের দাবি মেনে না নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপির এই নেতা বলেন, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে সরকার তার আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। তাকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। বিষাক্ত পিপার স্প্রে দিয়ে তাকে হত্যার অপচেষ্টা করা হয়েছিল। রিজভী অবিলম্বে গুলশানের কার্যালয় থেকে পুলিশি অবরোধ তুলে নিয়ে বিএনপি প্রধানের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান। অবরোধ কর্মসূচিকে ‘গণতান্ত্রিক কর্মসূচি’উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারবিরোধী দলকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দিচ্ছে না। দমননীতির মাধ্যমে তারা আমাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। হরতাল অবরোধ এসব গণতান্ত্রিক কর্মসূচি। এসবে তারা (সরকার) বাধা দিচ্ছে। এমকে
No comments:
Post a Comment