Tuesday, January 20, 2015

এবার খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত যুবক নিহত:RTNN

এবার খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত যুবক নিহত নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া তিনটার দিকে খিলগাঁও জোড়াপুকুর মাঠে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, জোড়াপুকুর মাঠে অবস্থান নেওয়া একদল দুর্বৃত্ত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে যায়। পরে সেখান থেকে গু
লিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে ওই যুবক মারা যান। যুবকের পরনে জিন্স প্যান্ট ও গেঞ্জির ওপরে শার্ট ছিল। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলাউদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্দুকযুদ্ধে ডিবির ২-৩ জন সদস্য আহত হয়েছেন। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি। এর আগে গতকাল রবিবার ভোররাতে মতিঝিলে এমনই এক বন্দুকযুদ্ধের ঘটনায় একজন নিহত হন। পরে তার পরিচয়ে জানা যায়, ইমরুল কায়েস (৩৮) নামের ওই ব্যক্তি নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় জামায়াত নেতা। তিনি নড়াইল পৌরসভার ডুমুরতলা ঈদগাহপাড়ার মো. আনোয়ার হোসেন মোল্যার ছেলে। মন্তব্য      


No comments:

Post a Comment