Thursday, January 1, 2015

রাজধানীতে মিছিল, ধানমন্ডির সংঘর্ষে জামায়াতকর্মী গুলিবিদ্ধ:RTNN

হরতালের দ্বিতীয় দিন রাজধানীতে মিছিল, ধানমন্ডির সংঘর্ষে জামায়াতকর্মী গুলিবিদ্ধ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে দেওয়া ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা হরতালের দ্বিতীয় দিন পালন করছে জামায়াতে ইসলামী। দলটির নেতাকর্মীরা বৃহস্পতিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার অন্তত ১০টি পয়েন্টে হরতালের সমর্থনে মিছিল এবং পিকেটিং করেছে। তবে পুলিশ কোথাও ত
াদের দাঁড়াতে দিচ্ছে না। এরই মধ্যে ধানমন্ডিতে একটি মিছিলে পুলিশ গুলি চালালে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মাইনুল ইসলাম সাকিব নামে এক জামায়াতকর্মী গুরুতর আহত হন। আর মামুন নামে আরেককর্মীকে পুলিশ আটক করে। ধানমন্ডি-১১ নম্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে সকাল সাতটার দিকে। হরতালের সমর্থনে ভোর থেকে ওই এলাকায় মিছিল এবং পিকেটিং করছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মিছিলে গুলি চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় জামায়াতকর্মী সাকিব গুলিবিদ্ধ হন। আর মামুনকে আটক করে পুলিশ। প্রায় একই সময়ে হরতালের সমর্থনে জামায়াতের একটি মিছিল চকবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামবাগে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে নেতৃত্ব দেন থানা সেক্রেটারি আতাউর রহমান মহসিন। কামরাঙ্গীরচর থানা আমির মাহমুদুল হাসানের নেতৃত্বে সকাল সাতটার দিকে জামায়াত নবাবগঞ্জ বাজার এলাকায় একটি মিছিল করেছে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌধুরীবাজার মোড়ে গিয়ে পিকেটিং করে। প্রথম দিনের মতই ভোর সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত মগবাজার রেলগেটে অবস্থান করে রমনা থানা জামায়াত। থানা সেক্রেটারি জিল্লুর রহমানের নেতৃত্বে এই দলটি পুলিশ আসার আগেই সরে পড়ে। এছাড়া হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল হয়েছে। এই মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার আমির আবদুল্লাহ রেজা। উত্তরা ছাড়াও ওই এলাকার বাড্ডা এবং বনানীতে ছাত্রশিবিরকে মিছিল ও পিকেটিং করতে দেখা গেছে। হরতালের সমর্থনে সকাল পৌনে সাতটার দিকে বংশাল থানা জামায়াত এবং সাড়ে সাতটায় দারুস সালাম থানা জামায়াত মিছিল ও পিকেটিং করেছে। দুটি পিকেটিংয়ের নেতৃত্ব দেন যথাক্রমে বংশাল থানা আমির এম আলম ও দারুস সালাম থানা সেক্রেটারি আহমদুল্লাহ। হরতালের সকালে ঢাকার রাস্তায় ব্যক্তিগত গাড়ি খুব একটা দেখা যায়নি। তবে গণপরিবহন, অটোরিক্সা ও রিক্সা চলতে দেখা গেছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর মোড়ে মোড়ে কড়া পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সড়কে বিজিবি টহল দিচ্ছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই হরতাল চলবে। মন্তব্য      


No comments:

Post a Comment