
রি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দেয়া হয়। ওই দণ্ডাদেশের প্রতিবাদে সেদিনই দলটি সারাদেশে টানা দু'দিনের সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের হরতাল চলছে। হরতালের শেষ দিনে রাজধানীর ব্যস্ততম দুটি বাস টার্মিনাল গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সারিবদ্ধভাবে ঠায় দাঁড়িয়ে আছে দূরপাল্লার বাসগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী। মহাখালী এনা পরিবহণের কাউন্টারের ম্যানেজার সেলিম হাওলাদার বলেন, হরতালের কারণে এখান থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হরতালে পিকেটাররা গাড়ি ভাংচুর, আগুন ধরিয়ে দেয় তাই গাড়ি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। বাস মালিকের নিষেধ আছে কিনা এমন প্রশ্নের তিনি বলেন, মালিক পক্ষ থেকে কোনো নির্দেশ দেয়া হয়নি। তবে তারা বলেছে পরিস্থিতির বুঝে সিদ্ধান্ত নিতে। তিনি আরও বলেন, হরতালে সাধারণত যাত্রীর চাপ থাকে না। তারপরও দুই একজন এসে ফিরে যাচ্ছেন। আজ হরতালের শেষ দিন তাই রাত থেকেই কাউন্টার থেকে দূরপাল্লার সকল বাস ছাড়বে বলে তিনি জানান। এআর
No comments:
Post a Comment