Wednesday, January 28, 2015

বিকেলে গ্রেপ্তার, ‘বন্দুকযুদ্ধে’ রাতে নিহত যুবক:RTNN

বিকেলে গ্রেপ্তার, ‘বন্দুকযুদ্ধে’ রাতে নিহত যুবক নিজস্ব প্রতিনিধি আরটিএনএন সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার পাটকেলঘাটার নোয়াকাটি গ্রামের মৃত বাবর আলীর ছেলে। পুলিশের দাবি, নিহত রফিকুল পেশায় একজন ডাকাত। মঙ্গলবার বিকেলে ১২টি
ডাকাতি মামলার আসামি রফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। রাতে কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামে পৌঁছলে রফিকুলের সহযোগী ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে ডাকাতরা পিছু হটলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় রফিকুলকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। বন্দুকযুদ্ধের সময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। আর ঘটনাস্থল থেকে একটি সাটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানানো হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল আজিবুর ও কবির হোসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাটকেলঘাটা থানার ওসি তরিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রফিকুলের বিরুদ্ধে ১২টি ডাকাতির মামলা রয়েছে। মন্তব্য      


No comments:

Post a Comment