Thursday, January 22, 2015

অপপ্রচার ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ:RTNN

অপপ্রচার ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: বহির্বিশ্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসে এ নির্দেশ দেন। এর আগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় প
ররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্রসচিব শহীদুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি মহল বর্হিবিশ্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। জঙ্গিবাদের ধর্ম জঙ্গিবাদ। এর কোনো সীমা-পরিসীমা নেই। মুষ্টিমেয় লোক শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করেছে। কিন্তু এটা হতে দেওয়া হবে না। শেখ হাসিনা বলেন, ২০০১ সালে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতিতে কালো অধ্যায়ের সূচনা করে। কুখ্যাত যুদ্ধাপরাধীকে (সালাউদ্দিন কাদের চৌধুরী) ওআইসির মহাসচিব পদে প্রার্থী করে তারা দেশের জন্য লজ্জা আর অবমাননা বয়ে আনে। তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদারিত্বেরও অবজ্ঞা করে। জাতির পিতা হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে নিয়োগ দিয়ে তারা দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে।’ মন্তব্য      


No comments:

Post a Comment