Thursday, January 22, 2015

সরকারকে সমঝোতার আহ্বান খন্দকার মাহবুবের:RTNN

সরকারকে সমঝোতার আহ্বান খন্দকার মাহবুবের নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: দেশের চলমান সংকট উত্তরণে আন্দোলনরত দলগুলোর সঙ্গে সরকারকে অর্থবহ সমঝোতার আহবান জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ আহবান জানান। তিনি বলেন, সংকট উত্তরণের একটি মাত্র পথ হচ্ছে সকল দলের অংশগ্রহণে একটি
গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই উপদেষ্টা বলেন, সংবিধান রক্ষার ধোকা দিয়ে ক্ষমতাসীন সরকার একটি ভোটারবিহীন প্রহসনমূলক নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতা দখল করে বসেছে। তিনি বলেন, যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতাসীন সরকারের একগুঁয়েমি মনোভাব দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এজন্য সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও জানান বারের এই সভাপতি। তিনি আরো বলেন, সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের জান-মাল আজ বিপন্ন। জনগণের অর্থে লালিত আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য অবৈধভাবে নির্বিচারে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী নেতা। খন্দকার মাহবুব দাবি করে বলেন, বেগম খালেদা জিয়ার ডাকে জনগণ জান-মাল দিয়ে অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে। এই আন্দোলনের ফলে রাজধানী ঢাকা আজ সারাদেশ থেকে বিছিন্ন। আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিমের পরিচালনায় সংবাদ সম্মেলনে বারের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। মন্তব্য      


No comments:

Post a Comment