Sunday, January 25, 2015

দুই নেত্রী সংলাপে না বসলে গণ-অনশন: বি. চৌধুরী:RTNN

দুই নেত্রী সংলাপে না বসলে গণ-অনশন: বি. চৌধুরী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সাত দিনের মধ্যে দুই নেত্রীকে সংলাপ বা আলোচনায় না বসলে দেশের জনগণকে নিয়ে তিনি গণ-অনশন শুরু করবেন। বদরুদ্দোজা চৌধুরী বলেন, যেভাবে দেশের মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, দুই নেত্রী যা করছেন, তা দেশের জন্য ভালো হচ্ছে না। রবিবার রাজধানীর বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর
বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘দেশের অর্থনীতি ভেঙে যাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এমন কোনো আন্দোলন আমরা সমর্থন করি না, যাতে জনগণ কষ্ট পায়। দুই নেত্রীর আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছে যাব।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গেটে তালা থাকাটা যেমন অপরাধ, তেমনি প্রধানমন্ত্রী যাওয়ার পর দরজা খুলে না দেওয়াটাও অপরাধ। প্রধানমন্ত্রীকে ঢুকতে দিলে তা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো হতো। নির্বাচন পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হতে পারে, বিশ্বের সব দেশেই তাই হয়। তবে প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ হতে হবে। এ সময় তিনি আরও বলেন, একজন মা তার সন্তান হারিয়েছেন, চিকিৎসক যদি তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখেন, সেক্ষেত্রে কারও তার সঙ্গে দেখা করা উচিত না। তিনি বলেন, ‘আমি হলেও বলতাম, দেখা করার দরকার নেই। খালেদার কার্যালয়ে বি. চৌধুরী আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকাহত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউএম বদরুদ্দোজা চৌধুরী। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বি. চৌধুরী সমবেদনা জানাতে রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে বিকল্পধারার মহাসচিব মেজর জেনারেল (অব) আব্দুল মান্নানসহ ৫-৬ জনের একটি দল সঙ্গে ছিলেন। মন্তব্য      


No comments:

Post a Comment