Sunday, January 25, 2015

সরকারকে সংলাপে বসার পরামর্শ সম্পাদকদের:RTNN

সরকারকে সংলাপে বসার পরামর্শ সম্পাদকদের নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: দেশে চলমান রাজনৈতিক সংকট সমাধান করতে সরকারকে আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে  পরামর্শ দিয়েছেন পত্রিকার সম্পাদকবৃন্দ। রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের মন্ত্রীদের সঙ্গে পত্রিকার সম্পাদকদের এক মতবিনিময় সভায় তারা এ পরামর্শ দেন। সম্প্রতি ইলেকট্রনিক মিডিয়ার মালিক-কর্মকর্তাদের সঙ্গে সরকারের বৈঠকের পর প্রিন্ট
মিডিয়ার সঙ্গে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। এর আগে সকাল সোয়া ১১টার দিকে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তথ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের উপস্থিত ছিলেন। সম্পাদকদের মধ্যে— সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক আমির হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি স্টার সস্পাদক মাহফুজ আনাম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সকালের খবর সম্পাদক মোজাম্মেল হোসেন, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আলোকিত বাংলাদেশ সম্পাদক কাজী রফিকুল আলমসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক এবং সম্পাদকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন- তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীও। বৈঠকের শুরুতে তথ্যসচিব বক্তব্য দেন। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্র আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। সচিব বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা, হাসপাতালের বার্ন ইউনিটে বাতাস ভারাক্রান্ত- এসব পর্যবেক্ষণ নিয়ে খোলামেলা আলোচনা হতে পারে। এরপর সরকারের সঙ্গে সংবাদপত্রের সম্পাদকদের ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। এর আগে গত ২২ জানুয়ারি টেলিভিশন চ্যানেলের সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী। মন্তব্য      


No comments:

Post a Comment