Sunday, January 25, 2015

মঙ্গলবার দেশে আনা হতে পারে কোকোর মরদেহ :Natun Barta

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ মঙ্গলবার দেশে আনা হতে পারে। মালয়েশিয়ায় কোকোর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে মালয়েশিয়ার জাতীয় মসজিদ কুয়ালালামপুরের মসজিদে নাগারায় তার নামাজে জানাজায় বহু মানুষ অংশ নেয় বলে বিবিসিকে জানিয়েছেন বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ।
ck.php?n=adee8319&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'> জানাজার পর কোকোর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার মরদেহ বাংলাদেশে আনার জন্য মঙ্গলবার সকালের ফ্লাইটে টিকেট কাটা হয়েছে।   কুয়ালালামপুরের মসজিদে নাগারায় আরাফাত রহমানের জানাজায় অংশগ্রহণকারীদের একাংশ। কোকোর মামা শামীম এস্কান্দার মরদেহ আনার জন্য মালয়েশিয়ার পথে রয়েছেন বলে ঢাকায় খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন। মি. খান আরও জানান, মি. রহমানের দাফনের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আজ আরও পরের দিকে পরিবারের সদস্য ও বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি জানান। মালয়েশিয়ায় অবস্থানরত আরাফাত রহমান শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।– বিবিসি। নতুন বার্তা/এসএ  


No comments:

Post a Comment