যুৎ ব্যবহারের পরিমাণ ঘণ্টায় ৫০০ কিলোওয়াট, যা যুক্তরাষ্ট্রে ঘণ্টায় গড় ব্যবহৃত হচ্ছে ১৩ হাজার কিলোওয়াট। তাই সার্ক অঞ্চলে সুষম উন্নয়নের জন্য পারস্পরিক জ্বালানি সহযোগিতা অপরিহার্য। এ অঞ্চলের দেশগুলো নিয়ে ‘জ্বালানি বলয়’ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও এ সময় জানানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (বিইআরসি) এ আর খান বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা এসব সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিনিময় জরুরি। এ নিয়ে আন্তদেশীয় গ্রিড লাইনের দরকার। এ বিষয়ে সবাই একমতও হয়েছেন। সে লক্ষ্যে সার্কভুক্ত দেশের বিদ্যুৎ ও জ্বালানি (গ্যাস) বিনিময়ে বাধা দূর করতে ‘সার্ক এনার্জি রেগুলেটরি অথরিটি’ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’ সংবাদ সম্মেলনে সার্ক সচিবালয়ের পরিচালক গাফরি এম ইব্রাহিম বলেন, ‘বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে। দুই দিনব্যাপী বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা যাবে। এ ছাড়া এ অঞ্চলের অগ্রযাত্রায় যেসব বাধা চিহ্নিত হয়েছে, তা দূর করা সম্ভব হবে।’ এএইচ
Tuesday, December 23, 2014
সার্ক অঞ্চলে আন্তদেশীয় গ্রিড লাইন স্থাপনের সিদ্ধান্ত:Time News
সার্ক অঞ্চলে আন্তদেশীয় গ্রিড লাইন স্থাপনের সিদ্ধান্ত স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২২ ডিসেম্বর, ২০১৪ ২৩:৪৩:৪১ পারস্পরিক বিদ্যুৎ সহযোগিতার জন্য সার্ক অঞ্চলে আন্তদেশীয় গ্রিড লাইন নির্মাণ করার বিষয়ে মত দিয়েছেন সংশ্লিষ্ট দেশের কর্মকর্তারা। ঢাকায় ‘সার্ক এনার্জি রেগুলেটরি কমিশনের’ দুই দিনের বৈঠকের শেষ দিনে সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে বলা হয়, সার্ক অঞ্চলে মাথাপিছু গড় বিদ্
যুৎ ব্যবহারের পরিমাণ ঘণ্টায় ৫০০ কিলোওয়াট, যা যুক্তরাষ্ট্রে ঘণ্টায় গড় ব্যবহৃত হচ্ছে ১৩ হাজার কিলোওয়াট। তাই সার্ক অঞ্চলে সুষম উন্নয়নের জন্য পারস্পরিক জ্বালানি সহযোগিতা অপরিহার্য। এ অঞ্চলের দেশগুলো নিয়ে ‘জ্বালানি বলয়’ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও এ সময় জানানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (বিইআরসি) এ আর খান বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা এসব সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিনিময় জরুরি। এ নিয়ে আন্তদেশীয় গ্রিড লাইনের দরকার। এ বিষয়ে সবাই একমতও হয়েছেন। সে লক্ষ্যে সার্কভুক্ত দেশের বিদ্যুৎ ও জ্বালানি (গ্যাস) বিনিময়ে বাধা দূর করতে ‘সার্ক এনার্জি রেগুলেটরি অথরিটি’ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’ সংবাদ সম্মেলনে সার্ক সচিবালয়ের পরিচালক গাফরি এম ইব্রাহিম বলেন, ‘বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে। দুই দিনব্যাপী বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা যাবে। এ ছাড়া এ অঞ্চলের অগ্রযাত্রায় যেসব বাধা চিহ্নিত হয়েছে, তা দূর করা সম্ভব হবে।’ এএইচ
যুৎ ব্যবহারের পরিমাণ ঘণ্টায় ৫০০ কিলোওয়াট, যা যুক্তরাষ্ট্রে ঘণ্টায় গড় ব্যবহৃত হচ্ছে ১৩ হাজার কিলোওয়াট। তাই সার্ক অঞ্চলে সুষম উন্নয়নের জন্য পারস্পরিক জ্বালানি সহযোগিতা অপরিহার্য। এ অঞ্চলের দেশগুলো নিয়ে ‘জ্বালানি বলয়’ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও এ সময় জানানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (বিইআরসি) এ আর খান বলেন, ‘সার্কভুক্ত দেশগুলোতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা এসব সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। এজন্য সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিনিময় জরুরি। এ নিয়ে আন্তদেশীয় গ্রিড লাইনের দরকার। এ বিষয়ে সবাই একমতও হয়েছেন। সে লক্ষ্যে সার্কভুক্ত দেশের বিদ্যুৎ ও জ্বালানি (গ্যাস) বিনিময়ে বাধা দূর করতে ‘সার্ক এনার্জি রেগুলেটরি অথরিটি’ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’ সংবাদ সম্মেলনে সার্ক সচিবালয়ের পরিচালক গাফরি এম ইব্রাহিম বলেন, ‘বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে। দুই দিনব্যাপী বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা যাবে। এ ছাড়া এ অঞ্চলের অগ্রযাত্রায় যেসব বাধা চিহ্নিত হয়েছে, তা দূর করা সম্ভব হবে।’ এএইচ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment