Tuesday, December 23, 2014

সৌন্দর্য বাড়াতে নারীদের দিনে এক ঘণ্টা ব্যয়:Time News

সৌন্দর্য বাড়াতে নারীদের দিনে এক ঘণ্টা ব্যয় টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০৭:৩৩:৫২ সৌন্দর্য বাড়াতে ৭৮ শতাংশ নারী প্রতিদিন প্রায় এক ঘণ্টা সময় ব্যয় করেন বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। সেই গবেষণা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।   প্রাপ্তঃবয়স্ক দুই হাজার ও ১৩ থেকে ১৯ বছরের মধ্যে (টিনস) বয়সী ১৬ নারীর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, নারীরা তাদের চুল ও মে
কআপের পেছনে বছরে ৩৩৫ ঘণ্টা সময় ব্যয় করে, যা দিন হিসেবে প্রায় ৫৫ মিনিট। ‘আইডিয়াল টু রিয়েল’ নামে এ গবেষণা পরিচালনা করে আমেরিকান টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে’ শো এবং আমেরিকান অনলাইন এওএল। এছাড়া ৬০ শতাংশ প্রাপ্তঃবয়স্ক নারী ও ৭৮ শতাংশ কিশোরী নিজেদের সৌদর্য নিয়ে সন্তুষ্ট থাকেন না বলেও গবেষণায় উঠে এসেছে। এএইচ


No comments:

Post a Comment