Tuesday, December 9, 2014

আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে যুদ্ধ সমাপ্ত করল ন্যাটো:Time News

আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে যুদ্ধ সমাপ্ত করল ন্যাটো ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ০৮ ডিসেম্বর, ২০১৪ ২৩:০৪:০৬ দীর্ঘ বছর পর আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্ত ঘোষণা করল ন্যাটো ও মার্কিন সেনাবাহিনী। সোমবার আনুষ্ঠানিক এই ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আফগানিস্তানে হামলা শুরু করে মার্কিন সেনাবাহিনী ও তার মিত্ররা। তবে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে যে যুদ্ধের অবসান হওয়ার
কথা ছিল। এ বিষয়ে আনুষ্ঠানিক দুটো ঘোষণার প্রথমটা এলো সোমবার। এতে বলা হয়, ন্যাটো ও মার্কিন যৌথবাহিনী আফগানিস্তানে তাদের সামরিক যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে। তবে সামরিক এই যৌথবাহিনীর কমান্ডার জেনারেল জন এফ ক্যাম্পবেল বলেছেন, স্থানীয় সেনাদের প্রশিক্ষণ ও সহযোগিতা করার জন্য এরপরও কিছু সেনা রয়ে যাবে আফগানিস্তানে। ক্যাম্পবেল বলেছেন, ‘আফগান নিরাপত্তাবাহিনীই এখন যথেষ্ট। নেতৃত্বে কিছুটা বদল আনতে হবে তাদের এবং সেটা তারা করছেও।’ ২০১৬ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব সেনাই প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। চলতি বছরে তালেবানবিরোধী যুদ্ধে অন্তত চার হাজার ৬৩৪ জন নিহত হয়েছে। গত বছরের তুলনায় যা সাড়ে ছয় শতাংশ বেশি। ২০১৩ সালে নিহত হয়েছিল চার হাজার ৩৫০ জন। আফগান যুদ্ধে ২০০১ সাল থেকে এ পর্যন্ত অন্তত সাড়ে তিন হাজার বিদেশি সেনা নিহত হয়েছে। এর মধ্যে দুই হাজার ২১০ জন মার্কিন সৈনিক। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি তালেবান ও আল কায়েদা যোদ্ধাদের ওপর অভিযানের অনুমতি দিয়েছেন তার সেনাবাহিনীকে। ফলে আসছে বছরেও আফগানিস্তানে মার্কিন বাহিনীর অভিযান অব্যাহত থাকছে। ২০১১ সালে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সদস্যের সংখ্যা ছিল এক লাখ ৪০ হাজার। বর্তমানে রয়েছে ১৫ হাজার। ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে দেশটিতে ১৩ হাজার সদস্য থাকবে। এর মধ্যে ১০ হাজার আটশই মার্কিন সেনা। জেডআই


No comments:

Post a Comment