Monday, December 1, 2014

আরেকটি হোয়াইটওয়াশের টার্গেট:RTNN

আরেকটি হোয়াইটওয়াশের টার্গেট ক্রীড়া প্রতিবেদক আরটিএনএন ঢাকা: টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর আর একটি অর্জন থেকে এক ম্যাচ দূরে আছে বাংলাদেশ। আজ সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়েকে হারাতে পারলে প্রতিপক্ষকে আরেকবার হোয়াইটওয়াশের লজ্জা দিবে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে চাই জয়। সোমবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও
জিম্বাবুয়ের মধ্যেকার পঞ্চম ও শেষ ওয়ানডেটি। ইতোমধ্যে প্রথম চারটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে মাশরাফি বাহিনী। এখন অপেক্ষা শুধু হোয়াইটওয়াশের। ওয়ানডে সিরিজ শুরুর আগে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা কথা মুখেও আনেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বলেছিলেন, এক এক ম্যাচ করে সামনে এগিয়ে যাওয়ার কথা। ঠিকই একটি একটি করে চারটি ম্যাচ জিতে নিয়েছে টাইগাররা। তবে পঞ্চম ও শেষ ওয়ানডেতে কি লক্ষ্য বাংলাদেশের! হোয়াইটওয়াশ? এখানেও নিজের চাপা স্বভাবটা ধরে রেখেছেন মাশরাফি। পঞ্চম ম্যাচের আগেও হোয়াইটওয়াশ নিয়ে একটা শব্দও উচ্চারণ করলেন বাংলাদেশ অধিনায়ক। রবিবার মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে এসে আর বলতে হচ্ছে না একটা একটা করে ম্যাচ এগিয়ে যাব। কারণ আমাদের সামনে একটাই ম্যাচ আছে। ভালভাবে শেষ করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সব সময় শেষটা ভাল হলে পরের ম্যাচ খেলার সময় ওটা মাথায় থাকে। এটা ধারাবাহিকভাবে করাটাও খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা বিষয়টি গুরুত্বসহকারে মাথায় নেবে বলে আমি আশা করছি।’ যদিও আজকের ম্যাচটি অনেকটা নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। তারপরেও বাংলাদেশ চায় ম্যাচটি জিতে তাদের আত্মবিশ্বাসের ডিগ্রিটা আরও উপরে তুলতে। অন্যদিকে জিম্বাবুয়ে চায় ম্যাচটি জিতে ব্যবধান কমাতে। ইতোমধ্যে বিশ্বকাপের ১০০ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এখনই সুযোগ দলের খেলোয়াড়দের মনোবল বাড়ানো। তাই আজকের ম্যাচটি জিতে বাংলাদেশ চল চাইছে তাদের মনোবল বৃদ্ধির পাশাপাশি র‌্যাংকিংয়ে এগিয়ে যেতে। ৪-০ ব্যবধানে সিরিজ এগিয়ে থাকায় বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে ৬৯ থেকে ৭৪ এ উন্নীত হয়েছে। আর জিম্বাবুয়ে ৫৮ থেকে ৫৩ পয়েন্টে নেমে এসেছে। ফলে ওডিআই র‌্যাংকিংয়ের ৯ম অবস্থানে থাকা বাংলাদেশ এল্টন চিগুম্বুরার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের চেয়ে ২১ পয়েন্টে এগিয়ে গেছে। এই সিরিজে বাংলাদেশ যদি সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে জিম্বাবুয়ের সঙ্গে যেমন রেটিং পয়েন্টের ব্যবধান আরো বাড়াতে পারবে, তেমনি কমাতে পারবে অষ্টম অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে। ওই দল দুটি বর্তমানে ৯৬ পয়েন্ট করে নিয়ে সহাবস্থানে রয়েছে। ইতোমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ বিবেচনায় টাইগাররা এগিয়ে রয়েছে। ২০০৬ সলে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা ছাড়াও এ পর্যন্ত জিম্বাবুয়ের সঙ্গে অনুষ্ঠিত তিনটি সিরিজের সবকটিতেই জয়লাভ করেছে বাংলাদেশ। ২০০৫ সালে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এবং ২০০৯ সালে ৪-১ ব্যবধানে জিম্বাবুয়েকে পরাজিত করে। আজকের ম্যাচটিকে ঘিরে জিম্বাবুয়ে ক্রিকেটাররা কঠোর অনুশীলন করেছেন। যদিও সিরিজটা হাতছাড়া হয়ে গেছে। তারপরেও শেষটা যদি কোনোভাবে ভাল করা যায়, সেই চেষ্টাই করে যাচ্ছেন জিম্বাবুইয়ানরা। পঞ্চম ওয়ানডেতে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে প্রাইম ব্যাংকের হয়ে খেলা সৌম্য সরকার। ওপেনার তামিম ইকবালকে বিশ্রামে রেখে তাকে আজকের ম্যাচে খেলানো হতে পারে। তাছাড়া দলে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে আজকের ম্যাচে জিম্বাবুয়ে দলে কোনো পরিবর্তন আসবে না বলে জানা গেছে। আজকের ম্যাচে বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক,  মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, আবুল হাসান ও সৌম্য সরকার। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment