বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। রবিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের মঞ্চে বক্তব্য দেয়ার সময় হঠাৎ পড়ে যান তিনি। এরপর প্রবীণ এই চিত্রশিল্পীকে সম্মিলিত সামারিক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। জানা গেছে, কাইয়ুম চৌধুরী বক্তৃতা দিয়ে নেমে যাওয়ার পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে অধ্যাপক আনিসুজ্জামান বক্তৃতা দিতে দাঁড়ান। এ সময় কাইয়ুম চৌধুরী আবার ফিরে এসে বলেন- ‘আমার একটি কথা বলার রয়েছে’। ঠিক ওই মুহূর্তে তিনি মঞ্চে পড়ে যান। মঞ্চে পড়ে মাথায় আঘাত পান প্রবীণ চিত্রশিল্পী। এ ঘটনায় কিছু সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ থাকে। সবাই তখন ধরাধরি করে তাকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যান। ১৯৩২ সালের ৯ মার্চ ফেনীতে জন্ম নেয়া কাইয়ুম চৌধুরী ১৯৫৪ সালে ঢাকা আর্ট কলেজ থেকে ফাইন আর্টসে ডিগ্রি নেন। মন্তব্য pay per click নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: প্রবীণ সাংবাদিক ও আন্তর্জাতিক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন) . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: বাংলাদেশ সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়া . . . বিস্তারিত
No comments:
Post a Comment