
ঢাকা: বকশিবাজারের ঘটনায় চকবাজার থানার মামলায় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে চকবাজার থানার ওসি (তদন্ত) ইলিয়াস হোসেন রোববার আলালকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ সেখের আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে আলালকে তার মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফ
তার করে থানা ও গোয়েন্দা পুলিশ। গত বুধবার দুর্নীতি মামলার হাজিরা দিতে বকশিবাজার এলাকায় আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগমনকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনায় চকবাজার থানায় মামলা করে পুলিশ। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আলালকে রিমান্ডে নেয়া হয়েছে। নতুন বার্তা/এআর/জবা
No comments:
Post a Comment