Thursday, November 20, 2014

সিলেটে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১:Time News

সিলেটে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১ শাবিপ্রবি করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২০ নভেম্বর, ২০১৪ ১২:৫৪:২৭ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় সুমন নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি ন
িশ্চিত করেছেন। নিহত সুমন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। আধিপত্য বিস্তার, নতুন কমিটির বিরুদ্ধাচারণ ও হল দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দু’গ্রুপের মধ্যে ভয়াবহ এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দু তিনশ’ জনের বহিরাগত একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। এর আগে সকালে ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুর করে ছাত্রলীগের একাংশ। সকাল সাড়ে ১০টার দিকে সুমন-নাঈম গ্রুপ এ ভাঙচুর করে। হামলাকারীরা শাহপরান হলে অন্তত ৪০টি কক্ষ ভাঙচুর করে। একই সময়ে তারা দ্বিতীয় ছাত্র হলেও ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  প্রত্যক্ষদর্শীরা জানান- সকাল সাড়ে ১০টার দিকে সুমন ও নাঈম গ্রুপের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে ব্যাপক ভাঙচুর করে। একই সময়ে তাদের পক্ষের লোকজন দ্বিতীয় ছাত্র হলেও ভাঙচুর চালায়। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে হল ছেড়ে পালায়।  ক্যাম্পাস সূত্র জানায়, আগে হলগুলো ছাত্রলীগের উত্তম ও অঞ্জনের দখলে ছিল। সম্প্রতি পার্থকে সভাপতি করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এ কমিটির বিরুদ্ধাচারণ করে সুমন-নাঈম গ্রুপের ছাত্রলীগ কর্মীরা। এরই জের ধরে বৃহস্পতিবার তারা ভাঙচুরের ঘটনা ঘটায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রি শেখর রায় বলেন- পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। এএইচ

No comments:

Post a Comment