Sunday, January 11, 2015

অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন: রিজভী:RTNN

অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন: রিজভী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকে অবরোধ বন্ধে আইনের আশ্রয় নেওয়ার বক্তব্য দেওয়ার পরদিন এই আহ্বান জানালেন তিনি। রবিবার সকালে এক সংবাদ বিফ্রিংয়ে রিজভী বলেন, ‘আমি বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-ক
র্মীদের প্রতি আহবান জানাচ্ছি, অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন। এই কর্মসূচি চলবে।’ পুলিশি বাধায় ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবরোধের প্রথম কয়েকদিন মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পাহারায় দূরপাল্লার বাস ছাড়ছে। এর মধ্যেও আগুন দেওয়াসহ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। ইজতেমা চলাকালে অবরোধ অব্যাহত রাখায় আওয়ামী লীগ নেতাদের সমালোচনার জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীন দলের একজন উচ্চ পর্যায়ের নেতা বলেছেন, বিশ্ব ইজতেমার মধ্যে অবরোধ কর্মসূচি দিয়ে নাকি ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের কথা শুনে বিস্মিত হতে হয়। ‘যারা কিনা হেফাজতের সমাবেশে কোরআন মুখস্থ পড়া ছেলেদের নির্বিচারে হত্যা করেছে, যাদের গণজাগরণ মঞ্চের একজন ব্লগার রসুলের (সা.) বিরুদ্ধে কটূক্তি করে, যাদের দলের একজন মন্ত্রী আল্লাহ, মহানবী রসুল (সা.), তাবলীগ জামাত ও আল্লাহ সম্পর্কে বাজে কথা বলার পরও তাকে কারাগারে জামাই আদরে রাখা হয়ে তারা আজ ইসলামের সেবক সেজেছে।’ চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন রিজভী। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এদিকে কয়েক দিনের হরতাল-অবরোধ কর্মসূচিতে ব্যবসা-বাণিজ্যের অপূরণীয় ক্ষতির কথা তুলে ধরে এ ধরনের কর্মসূচি বন্ধে আদালতে যাওয়ার কথা বলেছেন ব্যবসায়ীরা। মন্তব্য      


No comments:

Post a Comment