গাজায় প্রচণ্ড শীত ও বন্যায় ৬৩ স্কুল বন্ধ; জরুরি অবস্থা ঘোষণা আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২৯ নভেম্বর, ২০১৪ ০৯:৫৩:০৫ গাজার ওপর ইসরাইলের চাপিয়ে দেয়া অসম যুদ্ধে গৃহহীন হাজার হাজার ফিলিস্তিনি এখন অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে। একদিকে প্রচণ্ড শীত আর অন্যদিকে বন্যা। যুদ্ধ-বিধ্বস্ত এলাকার মানুষগুলোর এখন কষ্টের অন্ত নেই। প্রচণ্ড শীতের মধ্যেই টানা দুই দিনের বর্ষণে গাজার অনেক এলাকা পানিতে ডুবে গেছে। ফিলিস্তি
নে তৎপর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ রাদওয়ান এলাকা থেকে শত শত লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ওপর তৈরি করা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে যারা বসবাস করছে তাদের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। ভারি বৃষ্টি এবং বন্যা তাদের কষ্টের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ আগ্রাসনে গাজায় অন্তত দশ হাজার ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়েছেন। অবরুদ্ধ গাজার ওপর ইহুদিবাদী ইসরাইলের চাপিয়ে দেয়া নিষ্ঠুর ও অসম যুদ্ধের ফলে গাজার অধিবাসীদের জন্য অমানবিক পরিস্থিতি সৃষ্টি হয়। যুদ্ধের ক্ষত না শুকাতেই তাদের ওপর নেমে এসেছে শীত আর বন্যা। এ পরিস্থিতিতে যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ। ইউএনআরডব্লিউএ ইতোমধ্যে তাদের চালিত ৬৩টি স্কুল বন্ধ করে দিয়েছে। তারা জরুরি ভিত্তিতে শহরটির জন্য জ্বালানি, পানি ও চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেছে।বিবিসি ইআর
No comments:
Post a Comment