
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বাসা লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিএনপি সূত্র জানায়, ড. মঈন খানের গুলশানের বাসা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। রোববার দিনগত রাত ১২টার দিকে গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের ৯ নম্বর বাসায় এই গুলি চালানো হ
য়।

গুলশান থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই ফেরদৌস জানান, মঈন খানের বাসায় গুলির ঘটনা তাদের জানা নেই। রোববার রাতে গুলশান-২ নম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের বাসার অদূরে তিন রাউন্ড গুলির ঘটনা ঘটে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ সম্পর্কে জানান, গুলশানে ৫৫ নম্বর রোডে খন্দকার মোশারফ হোসেনের বাসার দুটি বাসা পরে রাস্তায় পার্কিং করা একটি গাড়ি লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। ওই গাড়িটি আগুন দেয়ারও চেষ্টা করা হয়। এছাড়া সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলির শব্দ পেয়ে পুলিশও পাল্টা গুলি করে। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গাড়িটি বিএনপি নেতা খন্দকার মোশারফের পাশের বাসার একজন বাসিন্দার আত্মীয়ের বলে পুলিশ জানতে পেরেছে। প্রায় একই সময় ধানমণ্ডিতে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসার সামনেও গুলির শব্দ পাওয়া যায়। ধানমণ্ডি থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, অভিযোগ পেয়ে ১২/এ নম্বর সড়কে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসার সামনে যায় পুলিশ। তবে ঘটনাস্থলে গিয়ে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। অপরদিকে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের চামেলীবাগের বাসায় ছয়টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন। নতুন বার্তা/বিজে/জবা
No comments:
Post a Comment