ঘাম ঝরানো জয় বাংলাদেশের স্পোর্টস রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৮ নভেম্বর, ২০১৪ ২০:২৩:৩৪ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ২১ রানের ঘাম ঝরানো জয় পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচটি জেতার জন্য চেষ্টার কোন কমতি ছিল না জিম্বাবুয়ের। ৪৭তম ওভারে সাকিবরে বলে ২৬ রান করে ফিরে গেছেন রেগিস চাকাবভা। এরআগে দলীয় ১৮৩ রানের মাথায় মাশরাফির বলে আবুল হাসানের তালুবন্দী হয়ে ফিরে যান চিগুম্বুরা। টেইলর ও মিরে আউট হয়েছেন যথাক্র
মে ১৭২ ও ১৬৬ রানের সময়। জুবায়েরের করা ৩৪তম ওভারের পঞ্চম বলে মাহমুদুল্লাহ হাতে ক্যাচ দেওয়ার আগে মিরে ৬৯ বলে ৫২ রানের ইনিংস খেলে গেছেন। পরের ওভারে রুবেলের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন টেইলর (৬৩)। সাকিব আল হাসান ও জুবায়েরের আক্রমণে শুরুর দিকে ৬০ রানে ৩ উইকেট হারালেও টেইলর ও মিরের দৃঢতায় ম্যাচে ফিরে জিম্বাবুয়ে। এর আগে ইনিংসের ১১ ও ১৩ তম ওভারে সাকিবের বলে আউট হন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা (২৮) ও ভুসিমুজি সিবান্দা (১৭)। ৬০ রানের মাথায় জুবায়েরের বলে বোল্ড হয়ে ফিরে যান টিমিসেন মারুমা (৬)। এরপর জুটি বাধেন ব্রেন্ডন টেইলর ও সলোমন মিরে। জিম্বাবুয়ে ইনিংসের ১৬৬ রানের মাথায় মিরেকে আউট করে ১০৬ রানে জুটি ভাঙ্গেন জুবায়ের। এরআগে শুক্রবার দুপুরে টস জিতে ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৩২ রানের মাথায় চারটি উইকেট হারায় স্বাগতিকরা। তবে বিপর্যয় কাটিয়ে হাল ধরেন মুশফিকুর রহিম (৭৭) ও মাহমুদুল্লাহ (৮২)। তাদের বড় স্কোরের সুবাধে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করে স্বাগতিকরা। এরআগে বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফিরেন এনামুল হক বিজয় (৫) । মাদজিভার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন এ ওপেনার। একাদশতম ওভারের তৃতীয় বলে দলীয় ৩১ রানের মাথায় সলোমন মিরের বলে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল (১৬)। পরে ওভারে দলের সংগ্রহে কোনো রান যোগ না হতেই টেইলরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইমরুল কায়েস (৫)। শিকারি আবারও সেই মাদজিভা। ১৩তম ওভারে মাত্র ১ রান যোগ হতেই আবারও জিম্বাবুয়ের আঘাত। এবার মিরের বলে মারুমার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের রাস্তা ধরেন অলরাউন্ডার সাকিব আল হাসান (১)। ১০ ওভার ২ বল থেকে ১২ ওভার ২ বল মোট ১২ বলের ব্যবধানে দলীয় সংগ্রহে ১ রান যোগ করে প্রথম সারির ৩ ব্যাটসম্যন আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর ১৩৪ রানের শক্ত জুটি গড়ে তোলেন মুশফিক ও মাহমুদুল্লাহ। ৩৮তম ওভারে দলীয় ১৬৬ রানের মুশফিক আউট হলে জুটি ভাঙ্গে। কামুঙ্গজির বলে চিগুম্বুরার হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ৭৮ বলে ৭৭ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন এ উইকেট কিপার। মুশফিকের পর সাব্বির রহমান ও আবুল হাসান কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১৭৫ ও ১৭৭ রানে পর পর মাঠ ছাড়েন সাব্বির ও আবুল হাসান। এরপর মাহমুদুল্লার সাথে জুটি বাঁধেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২৫ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে মাদজিবার বলে মুর এর তালুবন্দী হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক। ৪৮ ওভার ২ বলে দলের রান তখন ২৪২। এরপর মাহমুদুল্লাহ আর রুবেল মিলে বাকী ১০ বলে ১৪ রান সংগ্রহ করেন। শুক্রবার বেলা সাড়ে ১২টায় মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় এই ম্যাচ। এরই মধ্যে দুই ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এএইচ
No comments:
Post a Comment