মালাইকা। প্রায় চার ঘন্টার অনুষ্ঠান শেষে রাতেই ঢাকা ত্যাগ করেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী শিশির পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শুক্রবারই প্রথম র্যাম্পে হাঁটেন তিনি। ফ্যাশন শো-তে ডিজাইনার পুরবী যোশীর নকশা করা পোশাক পড়েন সাকিব পত্নী। শো স্টপার হিসেবেও দেখা যায় তাকে। তবে দূর্ভাগ্য সাকিবের! প্রথমবারের মতো স্ত্রী মডেল হিসেবে র্যাম্পে হাঁটলেন। অথচ সামনে থেকে দেখার সুযোগটি হল না তার! শিশির যখন র্যাম্পে, তখন সাকিব বাংলাদেশকে ম্যাচ জেতাতে ব্যস্ত! এএইচ
Saturday, November 29, 2014
সাকিবের স্ত্রী শিশিরের র্যাম্পে অভিষেক:Time News
মালাইকা। প্রায় চার ঘন্টার অনুষ্ঠান শেষে রাতেই ঢাকা ত্যাগ করেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী শিশির পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শুক্রবারই প্রথম র্যাম্পে হাঁটেন তিনি। ফ্যাশন শো-তে ডিজাইনার পুরবী যোশীর নকশা করা পোশাক পড়েন সাকিব পত্নী। শো স্টপার হিসেবেও দেখা যায় তাকে। তবে দূর্ভাগ্য সাকিবের! প্রথমবারের মতো স্ত্রী মডেল হিসেবে র্যাম্পে হাঁটলেন। অথচ সামনে থেকে দেখার সুযোগটি হল না তার! শিশির যখন র্যাম্পে, তখন সাকিব বাংলাদেশকে ম্যাচ জেতাতে ব্যস্ত! এএইচ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment