আ.লীগ- বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ১০ নারায়ণগঞ্জ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ৩০ নভেম্বর, ২০১৪ ১২:২৭:২৬ জেলার আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রবিবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঢাকা- সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। নিহত যুবলীগ নেতা হলেন- আমজাদ হোসেন মোল্লা (৪৫)। তিনি আড়াইহা
জার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ১০ জনের মধ্যে আহত দু’জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- দীন ইসলাম (৩০) ও মনির হোসেন (৪০)। এর মধ্যে দীন ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত মনির জানান, সকাল ১১টার দিকে আমজাদ হোসেনের সঙ্গে বাজারে একটি দোকানে বসে তিনিসহ কয়েকজন কথা বলছিলেন। এ সময় বিএনপির ৩০-৩৫ জন নেতাকর্মী তাদের ওপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আমজাদ হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি আড়াইহাজারের বিএনপি নেতা ও যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছবিসহ কয়েকটি ফেস্টুন ছিড়ে ফেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর জের ধরে রবিবার স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর ছবি সম্বলিত ফেস্টুন ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে দুপ্তারা বাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এআর/এএইচ
No comments:
Post a Comment