Thursday, November 20, 2014

তিস্তা ব্যারেজে ভারী যান নিষিদ্ধ:Time News

তিস্তা ব্যারেজে ভারী যান নিষিদ্ধ লালমনিরহাট করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ২০ নভেম্বর, ২০১৪ ১৩:৪২:৩৫ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশের বৃহৎ সেচ  প্রকল্প তিস্তা ব্যারেজের বিভিন্নস্থানে ফাটল দেখা দেয়ায়  ব্যারেজের উপর দিয়ে সকল প্রকার ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে কৃর্তপক্ষ। জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে একটি প্রভাবশালী মহলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত টোল আদায়ের বিনিময়ে  যানবাহন চল
াচলের অনুমতি দেয়ায় তিস্তা ব্যারেজের বিভিন্নস্থানে  ফাটল সৃষ্টি হয়েছে। বিশেষ করে তিস্তা ব্যারেজের উপর দিয়ে বুড়িমারী  স্থল বন্দর থেকে আসা দশ চাকার  অতিরিক্ত মালবোঝাই ট্রাক ছাড়াও বিভিন্ন প্রকার ভারী যানবাহন চলাচলের  ফলে বিভিন্নস্থানে ফাটলের সৃষ্টি হয়ে  ব্যারেজটি মারাত্মক হুমকির মুখে পড়েছে।  এ ব্যাপারে ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ব্যারেজের স্থায়ীত্বের কথা ভেবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি  এরই মধ্যে বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। জেএ  

No comments:

Post a Comment