আদিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছেন ভাসানী: ফখরুল সিনিয়র রিপোর্টার টাইম নিউজ বিডি, ২০ নভেম্বর, ২০১৪ ১৩:২৪:৫৭ মওলানা ভাসানী নিজেই একটি রাজনৈতিক প্রতিষ্ঠান মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনিই আমাদের উপনিবেশী ও আদিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৮ তম মৃত
্যুবার্ষিকী উপলক্ষে ‘‘মওলানা ভাসানীর আদর্শ অনুসরণে, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরনে আমাদের করনীয়” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ- ভাসানী)। মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবর রহমান ১৯৭২-৭৫ সাল পযর্ন্ত জাতীয় ঐক্য গঠন না করে আওয়ামী লীগ নিয়ে বাকশাল প্রতিষ্ঠাতা করেছিলেন। এটাই ছিল শেখ মুজিবের বড় ভুল। এখন তার মেয়ে শেখ হাসিনা একই ভুল করতে যাচ্ছে। শেখ হাসিনা গতকাল সংসদে বলেছেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জনগণ শুধু সমর্থন নয় ত্যাগ স্বীকার করেছেন’ এমন কথার জবাবে ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ৫ শতাংশের বেশি ভোট দেয় নাই। ৪২ টি দলের মধ্যে ৩০টি দল নির্বাচনে অংশ গ্রহন করে নাই। সরকার গুম-খুনের পরিবেশ সৃষ্টি করে ভয় ভীতি দেখিয়েও মানুষকে নির্বাচনে নিতে পারে নাই। অবৈধ নির্বাচনের অনেক এমপি কে এলাকার জনগণ চিনে না এমনকি নামও জানে না। বিএনপির এই মূখপাত্র বলেন, তত্ত্বাবধায়ক ছিল একটি মীমাংসিত বিষয়। তত্ত্বাবধায়কের মাধ্যমে ৩ টি নির্বাচন হয়েছে যা দেশের সব রাজনৈতিক দল ও জনগণ মেনে নিয়েছিল। কিন্তু আওয়ামী সরকার চিরকাল ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে তামাশার নির্বাচন করেছে। জয়বাংলা , জয় বঙ্গবন্ধু না বললে দেশে থাকতে পারবে না মন্ত্রীদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, দেশটাকে ওর পৌত্রিক সম্পত্তি মনে করে। ওরা মনে করে তাদের সামনে জনগণ মাথা নত করে রাখবে। এটা জনগণ চায় না। জনগণ একত্রিত হয়ে আন্দোলন করে এ সরকারের পতন ঘটাবে। আয়োজক সংগঠনের চেয়ারম্যান এ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মোবিন, এনপিপির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, সাম্যবাদী দলের মহাসচিব সাইদ আহমেদ প্রমুখ। এমএইচ
No comments:
Post a Comment