তৃণমূল এমপি গ্রেফতার: সারদা কেলেংকারি আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২২ নভেম্বর, ২০১৪ ০৯:৫৩:৪০ ভারতের বে আইনী তহবিল সংগ্রহ সংস্থা সারদা গ্রুপের তদন্তে নেমে গত কাল শুক্রবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সি বি আই আরও এক তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার মি. বসুকে জেরা করার জন্য নিজেদের দপ্তরে ডেকেছিল সি বি আই। প্রায় ছয় ঘন্টা জেরা করার পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।এই নিয়ে দুজন ত
ৃণমূল কংগ্রেস সংসদ সদস্য সারদা কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হলেন। তৃণমূল নেতা সৃঞ্জয় বসু কলকাতার দৈনিক পত্রিকা সংবাদ প্রতিদিনের সম্পাদক আর মোহনবাগান ফুটবল ক্লাবের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তা। সারদার মালিক সুদীপ্ত সেন প্রথম থেকেই অভিযোগ করছিলেন যে সৃঞ্জয় বসু ভয় দেখিয়ে আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিমাসে সারদার কাছ থেকে ৬০ লক্ষ টাকা নেওয়ার একটি চুক্তি করতে বাধ্য করেছিলেন। মি. বসু অবশ্য যুক্তি দেখাতেন যে সারদার সংবাদ মাধ্যমকে সম্পাদকীয় সহায়তা দেওয়ার জন্যই ওই টাকা পেত সংবাদ প্রতিদিন। তবে গোয়েন্দারা বলছেন তাঁরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছেন যে ওই চুক্তির বাইরেও বিভিন্ন সময়ে অনেক টাকা নিয়েছেন সৃঞ্জয় বসু। ইআর
No comments:
Post a Comment