Wednesday, April 29, 2015

‘প্রতিদ্বন্দ্বিতা প্রমাণের জন্য বিএনপির প্রার্থীদের বাক্সেও ভোট’:আরটিএনএন

‘প্রতিদ্বন্দ্বিতা প্রমাণের জন্য বিএনপির প্রার্থীদের বাক্সেও ভোট’ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে তা প্রমাণের জন্য বিএনপি সমর্থিত প্রার্থীদের বাক্সেও বিপুল পরিমাণ ভোট দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটির মেয়রপ্রার্থী জোনায়েদ সাকি। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের বহু কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী সকালে (মঙ্গলবার) ভোট দিয়ে আসার পর কৌতূহলবশত সন্ধ
্যায় ভোটকেন্দ্রে গিয়ে জেনেছেন সেখানে টেলিস্কোপ মার্কায় কোনো ভোটই নাকি পড়েনি।’ ‘অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থীরা সকালের দিকেই ভোট বর্জন করলেও তাদের বাক্সে বিপুল পরিমাণ ভোট দেখানো হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখানোর জন্য’ মনে করেন এই মেয়রপ্রার্থী। তিনি বলেন, ‘এর মাধ্যমে সরকারি দল একে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখানোর আয়োজন করেছে। অন্যদিকে তাদের দ্বি-দলীয় বৃত্ত অটুট রাখার চেষ্টা করা হয়েছে।’ সাকি বলেন, ‘গতকাল সকাল ১০টার পর থেকেই কার্যত প্রতিটি কেন্দ্র সরকারি দলের সমর্থকদের বিনোদনকেন্দ্র হয়ে ওঠে। বহু কেন্দ্রে বাকি সবাইকে বের করে দিয়ে তারা নিজেরাই ব্যালটে সিল মেরেছে। নিজেরাই অন্য প্রার্থীদের এজেন্ট বনে গেছে।’ তিনি বলেন, ‘এভাবে কেন্দ্র দখল, হুমকি, সহিংসতা জালভোট ইত্যাদির মাধ্যমে পুরো নির্বাচনই একটা প্রহসনে পরিণত হয়েছে। সংবাদকর্মীদের কেন্দ্রে ঢুকতে বাধা দেয়া হয়েছে। যে অল্প কয়েকটা কেন্দ্রে তারা ঢুকতে সমর্থ হয়েছে, সেখানেও বিপুল অনিয়মের চিত্র ফুটে উঠেছে।’ মন্তব্য      

No comments:

Post a Comment